Latest Notes

Assertive Sentence Narration Change Worksheet (Direct Speech to Indirect Speech) The Greenhouse Effect – Carl Dennis | Class 12 Sonnet no. 73 That time of year thou mayst in me behold | Class 12 Hawk Roosting – Ted Hughes | Class 12 Down The Rabbit-Hole – Lewis Carrol | Class 12 Tara- Mahesh Dattani | Class 12 Our Casuarina Tree – Toru Dutt | Class 12 From A Room of One’s Own [SHAKESPEARE’S SISTER] – Virginia Woolf | Class 12 The Night Train at Deoli – Ruskin Bond (বঙ্গানুবাদ) | Class 12 Amarnath-Sister Nivedita MCQs and Answers | Class 11

Voice দুই প্রকার। Active Voice এবং Passive Voice

Active Voice কি?

যখন কোন বাক্যের কর্তা (subject) ক্রিয়া সম্পাদনকারী (doer), তখন সেই ক্রিয়াপদটি(verb) Active voice এ আছে বলা হয়।
Ex- Rajib plays football.(রাজীব ফুটবল খেলে।)
এখানে play(খেলা করা) কাজটি subject(কর্তা) Rajib করছে। তাই বলা যায় এখানে Verb টি Active voice এ রয়েছে।

Passive Voice কি?


যখন কোন বাক্যের Subject(কর্তা) হল কর্মের গ্রহীতা (receiver), তখন verb টি কর্ম বাচ্য (passive voice) এ আছে বলা হয়।

Ex- Football is played by Rajib.( ফুটবল খেলা হয় রাজীবের দ্বারা)
এখানে Subject (কর্তা) Football কিন্তু খেলা করা(play) কাজটি করছে না। এক্ষেত্রে খেলা করা কাজটি ফুটবলের উপর করা হয়েছে।

Change of Voice:


আমরা জানি voice হল দুই প্রকার- active voice ও passive voice.
এখন আমরা শিখব কিভাবে Active voice থেকে passive voice এ রুপান্তর করতে হয়।

Present /Past Indefinite Sentence( Voice Change)


1)verb কে খুঁজে বের করতে হবে এবং কে(who) দিয়ে প্রশ্ন করে subject এবং কি(what) দিয়ে প্রশ্ন করে object বের করতে হবে।

2)object কে subject করতে হবে।(প্রথমে বসাতে হবে)

3) subject এর পর subject ও tense অনুযায়ী be verb( am,is,are/was,were) বসাতে হবে।
4)verb এর 3rd form(past participle) বসাতে।
5) subject এর আগে by বসিয়ে subject কে object করতে হবে। object personal pronoun হলে object case করতে হবে।

চলো এবার একটি উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক।

1) Shyamal writes a letter.(শ্যামল একটি চিঠি লেখে।)
এখানে verb হল লেখা(write)। এখন আমরা যদি প্রশ্ন করি – কে লেখে? উত্তর – Shyamal. তাহলে এখানে Shyamal হল Subject. যদি প্রশ্ন করি -কি লেখে? উত্তর – একটি চিঠি। তাহলে a letter হল Object.

2)এবার তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে Object কে subject করব।


A letter…


3) এবার be verb হিসাবে is বসাব কারন বাক্যটি present indefinite এবং subject টি 3rd person singular.


A letter is…


4) verb এর past participle form বসাব।


A letter is written…


5) এবার subject এর আগে by বসিয়ে object করব।

A letter is written by Shyamal.

Examples worked out

I saw a bird.(Active voice)
A bird was seen by me.(Passive Voice)


He teaches English.(Active voice)
English is taught by me.(Passive voice)

Spread the love

You cannot copy content of this page