Latest Notes

সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম

Present/Past Continuous Tense এর ক্ষেত্রে-

Active voice থেকে Passive voice করার নিয়মঃ

a)object কে subject করতে হবে।(প্রথমে বসাতে হবে)
b) subject এর পর subject ও tense অনুযায়ী be verb( am,is,are/was,were) বসাতে হবে এবং ‘being’ বসাতে হবে।
c)verb এর 3rd form(past participle) বসাতে।
d) subject এর আগে by বসিয়ে subject কে object করতে হবে। object personal pronoun হলে object case করতে হবে।

মনে রাখতে হবে, Continuous Tense এর ক্ষেত্রে শুধুমাত্র ২ নং নিয়মে পরিবর্তন ঘটে। be verb এর পর being বসাতে হয়। বাকি নিয়মগুলো Indefinite Tense এর মতোই।

Example :
I am reading a novel.
A novel is being read by me.
You are making a terrible mistake.
A terrible mistake is being made by you.

Spread the love

You cannot copy content of this page