Latest Notes

MCQ Questions And Answers From Karma HS 2023 Questions Paper Higher Secondary 2023 Biology Question Paper pdf Higher Secondary 2023 Chemistry Question Paper pdf Higher Secondary 2023 Education Question Paper pdf Higher Secondary 2023 Economics Question Paper pdf Higher Secondary 2023 Geography Question Paper pdf Higher Secondary 2023 Music Question Paper PDF Higher Secondary 2023 Nutrition Question Paper Higher Secondary 2023 Environmental Studies Question Paper PDF

১। যে  প্যাসেঞ্জার ট্রেনটিকে নদেরচাঁদ রওনা করিয়ে দিয়েছিল , তার সময় ছিল –

(ক) চারটে পঁয়তাল্লিশ
(খ) পাঁচটা পঞ্চাশ
(গ) চারটে আটচল্লিশ
(ঘ) পাঁচটা আটচল্লিশ

উত্তরঃ (ক) চারটে পঁয়তাল্লিশ

২। নদেরচাঁদ যাকে ডেকে বলল ‘ আমি চললাম হে!’ – সে হল তার

(ক) সহকর্মী
(খ) নতুন সহকারী
(গ) পিওন
(ঘ) স্ত্রী

উত্তরঃ (খ) নতুন সহকারী

৩। স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দুরত্ব কত?

(ক) এক মাইল
(খ) এক কিলোমিটার
(গ) তিন মাইল
(ঘ) পাঁচ মাইল

উত্তরঃ (ক) এক মাইল

৪। চারটা পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদেরচাঁদ রওনা করিয়ে দিয়েছিল, সেটি ছিল—

(ক) মেল ট্রেন
(খ) প্যাসেঞ্জার ট্রেন
(গ) মালগাড়ি
(ঘ) টয় ট্রেন

উত্তরঃ (খ) প্যাসেঞ্জার ট্রেন

৫। অবিরত বৃষ্টি হয়েছিল –

(ক) পাঁচ দিন ধরে
(খ) দু – দিন ধরে
(গ) তিন দিন ধরে
(ঘ) সাত দিন ধরে

উত্তরঃ (ক) পাঁচ দিন ধরে

৬। যখন বৃষ্টি থামল, তখন ছিল-

(ক) দুপুর
(খ) বিকেল
(গ) সন্ধ্যা
(ঘ) ভোর

উত্তরঃ (ক) বিকেল

৭। নদেরচাঁদ নদীকে দেখেনি—

(ক) দুই দিন
(খ) পাঁচ দিন
(গ) সাত দিন
(ঘ) চার দিন

উত্তরঃ (খ) পাঁচ দিন

৮। নদেরচাঁদের বয়স হল-

(ক) একুশ
(খ) বাইশ
(গ) আটাশ
(ঘ) ত্রিশ

উত্তরঃ (ঘ) ত্রিশ

৯। নদেরচাদের ঔৎসুক্য ছিল –

(ক) ছেলেমানুষের মতো
(খ) পাগলের মতো
(গ) মেয়েমানুষের মতো
(ঘ) বুড়োমানুষের মতো

উত্তরঃ (ক) ছেলেমানুষের মতো

১০। নদেরচাঁদ ছিল একজন –

(ক) ট্রেনের চালক
(খ) বাসের চালক
(গ) স্টেশনমাস্টার
(ঘ) মাস্টারমশাই

উত্তরঃ (গ) স্টেশনমাস্টার

১১। নদেরচাঁদ বাঁচবে না –

(ক) ব্রিজ থেকে সরে না গেলে
(খ) ওষুধ না খেলে
(গ) নদীকে না দেখলে
(ঘ) বন্ধুদের সাথে খেলা না করলে

উত্তরঃ (গ) নদীকে না দেখলে

১২। দু – দিকে জলে ডুবে গিয়েছিল—

(ক) কাঁচা রাস্তা
(খ) ধানখেত
(গ) মাঠঘাট
(ঘ) বাড়িঘর

উত্তরঃ (গ) মাঠঘাট

১৩। নদীর প্রতি নিজের পাগলামিতে নদেরচাদের—

(ক) ভয় হয়
(খ) দুঃখ হয়
(গ) আনন্দ হয়
(ঘ) গর্ব হয়

উত্তরঃ (গ) আনন্দ হয়

১৪। নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসেবে নদেরচাঁদ যে কারণ দেখায়, সেটি হল—

(ক) সে কোনোদিন নদী দেখেনি
(খ) নদীটি খুব সুন্দর
(গ) নদী থেকে সে মাছ ধরে
(ঘ) নদীর ধারে তার জন্ম

উত্তরঃ (ঘ) নদীর ধারে তার জন্ম

১৫। নদেরচাঁদের সঙ্গে নদীর যে সম্পর্ক ছিল, তাকে বলা হয় –

(ক) বিরহ
(খ) সখ্য
(গ) শত্রুতা
(ঘ) প্রতিদ্বন্দ্বিতা

উত্তরঃ (খ) সখ্য

১৬। নদেরচাদ স্টেশনমাস্টারের চাকরি করছে –

(ক) চার বছর
(খ) পাঁচ বছর
(গ) ছয় বছর
(ঘ) সাত বছর

উত্তরঃ  (ক) চার বছর

১৭। ব্রিজের ধারকস্তম্ভের উপাদানগুলি হল –

(ক) মাটি, পাথর ও বালি
(খ) ইট, সুরকি ও সিমেন্ট
(গ) মাটি ও পাথর
(ঘ) ইট , পাথর ও মাটি

উত্তরঃ (খ) ইট, সুরকি ও সিমেন্ট

১৮। নদেরচাদ রোজ নদীকে দেখে –

(ক) নদীর পাড়ে বসে
(খ) স্টেশনের বারান্দায় বসে
(গ) বাঁধের ওপর বসে
(ঘ) ব্রিজের ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে

উত্তরঃ (ঘ) ব্রিজের ধারকস্তম্ভের শেষপ্রান্তে বসে

১৯।  স্ত্রীকে লেখা নদেরচাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা কয়টি ছিল?

(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি

উত্তরঃ (ঘ) পাঁচটি

২০।  বউকে চিঠি লিখতে নদের চাঁদের কতদিন সময় লেগেছিল?

(ক) দুই দিন
(খ) তিন দিন
(গ) চার দিন
(ঘ) সাত দিন

উত্তরঃ (ক) দুই দিন

২১। নদের চাঁদের দেশের নদীটি কেমন ছিল?

(ক) শান্ত
(খ) চঞ্চল
(গ) খরস্রোতা
(ঘ) ক্ষীণস্রোতা ও নির্জীব।

উত্তরঃ (ঘ) ক্ষীণস্রোতা ও নির্জীব।

২২। নদীর স্রোত ফেনিল আবর্ত রচনা করে –

(ক) ধারকস্তম্ভে বাধা পাওয়ায়
(খ) নদীর জল কমে যাওয়ায়
(গ) বাঁধ নির্মাণ করায়
(ঘ) মুশলধারায় বৃষ্টির কারণে

উত্তরঃ (ক) ধারকস্তম্ভে বাধা পাওয়ায়

২৩। নদেরচাঁদের ভারি আমোদ বোধ হইতে লাগিল । কী কারণ?

(ক) বৃষ্টিতে ভিজে
(খ) নদীর জলে স্নান করে
(গ) নদীর স্ফীতরূপ দেখে
(ঘ) মাঠঘাট ডুবে যাওয়ায়

Ans: (C) নদীর স্ফীতরূপ দেখে

২৪। নদেরচাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল, তা হল –

(ক) পুরোনো চিঠি
(খ) ঢাকা
(গ) পয়সা
(ঘ) কাগজের টুকরো

উত্তরঃ (ক) পুরোনো চিঠি

২৫। নদেরচাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল—

(ক) বিরহবেদনা
(খ) আনন্দোচ্ছ্বাস
(গ) শোকবার্তা
(ঘ) প্রেমালাপ

উত্তরঃ (ক) বিরহবেদনা

২৬। “তারপর নামিলো বৃষ্টি” – বৃষ্টি কিভাবে পড়ছিল?

(ক) টিপটিপ করে
(খ) ঝমঝম করে
(গ) মুষলধারে
(ঘ) অবিরাম

উত্তরঃ (গ) মুষলধারে

২৭। “ঘণ্টা….বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে।”

(ক) পাঁচেক
(খ) তিনেক
(গ) দুয়েক
(ঘ) খানেক

উত্তরঃ (খ) তিনেক

২৮। নদীর বিদ্রোহের কারণ ছিল—

(ক) অতিরিক্ত বর্ষণ
(খ) অনাবৃষ্টি
(গ) বন্দিদশা থেকে মুক্তি
(ঘ) ক্ষীণস্রোত

উত্তরঃ (গ) বন্দিদশা থেকে মুক্তি

২৯। ‘পারিলেও মানুষ মানুষ কি তাকে তাকে রেহাই দিবে?’ – যার কথা বলা হয়েছে , তা হল –

(ক) বাঁধ
(খ) নদী
(গ) ব্রিজ
(ঘ) নদেরচাঁদ

উত্তরঃ (খ) নদী

৩০। নদেরচাঁদ গর্ব অনুভব করত—

(ক) নতুন রং করা ব্রিজটির জন্য
(খ) নদীটির জন্য
(গ) রেলের চাকরি করার জন্য
(ঘ) স্টেশনটির জন্য

উত্তরঃ (ক) নতুন রং করা ব্রিজটির জন্য

৩১। কিভাবে নদেরচাঁদের মৃত্যু হয়েছিল?

(ক) বাসের ধাক্কায়
(খ) লরির ধাক্কায়
(গ) ট্রামের ধাক্কায 
(ঘ) ট্রেনের ধাক্কায়

উত্তরঃ (ঘ) ট্রেনের ধাক্কায়

৩২। নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলে গেল –

(ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার
(খ) ৮ নং ডাউন প্যাসেঞ্জার
(গ) ৯ নং আপ প্যাসেঞ্জার
(ঘ) ১ নং ডাউন প্যাসেঞ্জার

উত্তর : (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার

Spread the love

You cannot copy content of this page