Latest Notes

The Swami and Mother-Worship – Sister Nivedita | Class 11 English new syllabus An Astrologer’s Day – R K Narayan | Class 11 English new syllabus Amarnath – Sister Nivedita Higher Secondary 2024 All Subjects Question Papers Higher Secondary 2024 Mathematics Question Paper Pdf Higher Secondary 2024 Geography Question Paper Pdf Higher Secondary 2024 Biological Sciences Question Paper Pdf Higher Secondary 2024 Political Science Question Paper Pdf Higher Secondary 2024 History Question Paper Pdf Higher Secondary 2024 Chemistry Question Paper Pdf

About the story:

The following excerpts have been taken from the book titled Anne Frank: the diary of a Young Girl by Anne Frank. Anne Frank was born on June 12, 1929 in Frankfurt, Germany. In her diary, Anne Frank records her experiences during 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next two years in the “Secret Annexe” of an old office building. The extract deals with the experiences just before she and her family went into hiding.

নিচের অংশটি অ্যান ফ্র্যাঙ্কের “অ্যান ফ্র্যাঙ্কঃ ডায়েরি অফ এ ইয়াং গার্ল বাই অ্যান ফ্র্যাঙ্ক”
নামে একটি বই থেকে নেওয়া হয়েছে। অ্যান ফ্র্যাঙ্ক জন্মগ্রহণ করেছেন ১২ জুন, ১৯২৯ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। তাঁর ডায়েরিতে অ্যান ফ্র্যাঙ্ক ১৯৪২ সালের তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন যখন তিনি এবং তাঁর পরিবার আমস্টারডামে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং পরের দু’বছর ধরে একটি পুরানো অফিস ভবনের “সিক্রেট অ্যানেক্সি”-তে লুকিয়ে ছিলেন। এই অংশটি তাঁর এবং তাঁর পরিবারের আত্মগোপনে যাওয়ার ঠিক আগের অভিজ্ঞতার কথা বলে।

My Diary (Unit 1) Bengali Meaning | Class 7

On Friday, June 12th, I woke up at six o’clock and no wonder, it was my birthday.

১২ জুন, শুক্রবার, আমি সকাল ছ’টার সময় ঘুম থেকে জেগে উঠলাম এবং আশ্চর্যের  কিছু নেই, দিনটি ছিল আমার জন্মদিন।

But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until a quarter to seven.

কিন্তু অবশ্যই আমাকে তখন উঠতে দেওয়া হত না, তাই আমাকে পৌনে সাতটা পর্যন্ত কৌতূহল নিয়ন্ত্রণে রাখতে হল।

Then I could bear it no longer, and went to the dining room, where I received a warm welcome from Moortje (the cat).

তারপরে আমি আর সহ্য করতে পারলাম না, চলে গেলাম খাবার ঘরে যেখানে আমি মূর্তজের (বিড়াল) কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলাম।

Soon after seven I went to Mummy and Daddy and then to the sitting room to undo my presents.

সাতটার একটু পরেই আমি মা ও বাবার কাছে গেলাম এবং তারপরে বসার ঘরে আমার উপহারগুলি খোলার জন্য গেলাম।

The first to greet me was you, possibly the nicest of all.

প্রথমেই আমাকে অভ্যর্থনা জানালে তুমি, সম্ভবত সবার সেরা।

Then on the table there were a bunch of roses, a plant and some peonies, and more arrived during the day.

তারপর টেবিলের ওপর একগোছা গোলাপ, একটি চারাগাছ এবং কিছু পিওনি ছিল এবং সারাদিনে আরও অনেক কিছু এল।

I got masses of things from Mommy and Daddy, and was thoroughly spoiled by various friends.

বাবা ও মায়ের কাছ থেকে আমি প্রচুর জিনিস পেলাম এবং অনেক বন্ধুর দ্বারা নষ্ট হয়ে গেল।

Among other things I was given Camera Obscura, a party game, lots of sweets, chocolates, a puzzle, a brooch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, Daisy’s Mountain Holiday (a terrific book), and some money.

আমাকে অন্যান্য যেসমস্ত জিনিস দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল একধরনের সুচিছিদ্র ক্যামেরা, একটি দলবেঁধে খেলার উপকরণ, প্রচুর মিষ্টি, চকলেট, একটি ধাধা, একটি ব্রুচ, জোসেপ কহনের ‘টেলস এন্ড লিজেন্ডস অব নেদারল্যান্ডস’, ডেইজির লেখা মাউন্টেন হলিডে (একটি দুর্দান্ত বই) এবং কিছু টাকা।

Now I can buy The Myths of Greece and Rome – grand!

এখন আমি ‘দ্য মিথস অব গ্রীস এন্ড রোম’ (গ্রীস ও রোমের রুপকথা) কিনতে পারি – চমৎকার।

Then Lies called for me and we went to school.

তারপর লাইজ আমাকে ডাকল এবং আমরা স্কুলে চলে গেলাম।

During recess I treated everyone to sweet biscuits, and then we had to go back to our lessons.

বিরতির সময়ে আমি প্রত্যেকে মিষ্টি বিস্কুট খাওলাম এবং তারপর আমাদের পড়াশোনায় ফিরে যেতে হলো।

Now I must stop. Bye-bye, we’re going to be great pals!

এবার আমাকে থামতেই হবে। বিদায়, আমরা দারুন বন্ধু হতে চলেছি।

My Diary (Unit 1) Questions – Answers | Class 7

Activity 1

Choose the correct answer from the given alternatives:

(a) Anne Frank’s birthday was on

(i) 14th June 
(ii) 12th June
(iii) 20th June

Ans: (i) 14th June .

(b) Moortje is Anne’s

(i) pet dog
(ii) pet bird 
(iii) pet cat

Ans: (iii) pet cat

(c) During recess in the school Anne treated everyone with

(i) sweet biscuits 
(ii) chocolates
(iii) sweets

Ans: (i) sweet biscuits 

Activity 2

Answer the following questions:

(a) What did Anne do when she could no longer control her curiosity?

Ans: Anne went to the dining room, where she received a warm welcome from Moortje (the cat).

(b) Which present did Anne see first? Why does she refer to it as ‘you’?

Ans: Anne received a warm welcome from Moortje (the cat).

Because it was her pet cat.

(c) Who is the author of the book “Tales and Legends of Netherlands”?

Ans: Joseph Cohen is the author of the book “Tales and Legends of Netherlands”.

(d) What did Anne want to do with the money that she got as birthday gift?

Ans: Anne wanted to buy “The Myths of Greece and Rome” with the money that she got as birthday gift.

Activity 3

Arrange the following sentences in the proper sequence:

(a) Anne went to the dining room. (2)

(b) Anne went to school with her friends. (5)

(c) Anne went to the sitting room. (4)

(d) Anne woke up. (1)

(e) Anne went to her mummy and daddy. (3)

My Diary (Unit 2) Bengali Meaning | Lesson 12 | Class 7

Monday, 15 June, 1942

সোমবার, ১৫ ই আগস্ট, ১৯৪২

I had my birthday party on Sunday afternoon. We showed a film The Lighthouse Keeper, which my school friends thoroughly enjoyed.

রবিবারের বিকালে আমার জন্মদিনের অনুষ্ঠান ছিল। ‘দ্য লাইটহাউস কীপার’ নামে একটি ফিল্ম আমরা দেখছিয়েলাম, যেটি আমার স্কুলের বন্ধুরা পুরোপুরি উপভোগ করেছে।

We had a lovely time. There were lots of girls and boys. For years Lies Goosens and Sanne Houtman have been my best friends.

আমাদের একটা সুন্দর সময় কেটেছিল। অনেক ছেলেমেয়ে ছিল। দীর্ঘ সময় ধরে লাইজ গুসেনস ও সান্ হাউটম্যান আমার সবচেয়ে ভালো বন্ধু।

Since then I’ve got to know Jopie de Waal at the Jewish Secondary School. We are together a lot and she is now my best friend.

তখন থেকে  জিউয়েশ সেকেন্ডারি স্কুলের যোপি ডে ওয়ালকে আমি জানতে পেরেছিলাম। আমরা একসঙ্গে দীর্ঘক্ষণ থাকি এবং এখন সে আমার সবচেয়ে ভালো বন্ধু।

Lies is more friendly with another girl, and Sanne goes to a different school, where she has made new friends.

লাইজের অন্য একটি মেয়ের সঙ্গে বেশি বন্ধুত্ব, এবং সান্ অন্য একটি স্কুলে চলে গেছে, যেখানে সে নতুন বন্ধু বানিয়েছে।

My Diary ( Unit 2 ) Questions – Answers | Lesson 12 | Class 7

Activity 4

Answer the following questions:

(a) When did Anne have her birthday party?

Ans: Anne had her birthday party on Sunday afternoon.

(b) What is “The Lighthouse Keeper”?

Ans: “The Lighthouse Keeper” is a film which was showed at Anne’s birthday party.

(c) Who had been Anne’s best friend for years?

Ans: Lies Goosens and Sanne Houtman had been Anne’s best friends for years.

(d) Where did Anne meet her present best friend?

Ans: Anne met her present best friend at the Jewish Secondary School.

Spread the love

You cannot copy content of this page