Latest Notes

Assertive Sentence Narration Change Worksheet (Direct Speech to Indirect Speech) The Greenhouse Effect – Carl Dennis | Class 12 Sonnet no. 73 That time of year thou mayst in me behold | Class 12 Hawk Roosting – Ted Hughes | Class 12 Down The Rabbit-Hole – Lewis Carrol | Class 12 Tara- Mahesh Dattani | Class 12 Our Casuarina Tree – Toru Dutt | Class 12 From A Room of One’s Own [SHAKESPEARE’S SISTER] – Virginia Woolf | Class 12 The Night Train at Deoli – Ruskin Bond (বঙ্গানুবাদ) | Class 12 Amarnath-Sister Nivedita MCQs and Answers | Class 11

প্রথম ভাষা

সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।

১। যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করোঃ ১৭×১=১৭

১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম –

(ক) ইস্কুলের গল্প
(খ ) একদিন
(গ) প্রথম দিন
(ঘ) রাজার কথা।

১.২ গিরীশ মহাপাত্রের বয়স –

(ক) চল্লিশ-বিয়াল্লিশ।
(খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়।
(গ) পঞ্চাশ-পঞ্চান্ন
(ঘ)পঞ্চাশের কাছাকাছি।

১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –

(ক) এক হাজার টাকা।
(খ) পাঁচশো টাকা।
(গ) একশো এক টাকা।
(ঘ ) একশো টাকা।

১.৪ “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল”— কী অপরিচিত ছিল ?

(ক)তোমার রহস্যময় রূপ।
(খ) তোমার চেতনাতীত রূপ।
(গ) তোমার আরণ্যক রূপ।
(ঘ) তোমার মানবরূপ।

১.৫ “আমাদের ডান পাশে”

(ক) টাকা
(খ) বাঁধ
(গ) ধস
(ঘ) পথ

১.৬ “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –

(ক )মহাকাল
(খ) চরাচর
(গ) গগনতল
(ঘ) গিরিশিখর

১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –

(ক )কলারের ভাঁজে আটা।
(খ )কোমরের বেল্টে আটকানো।
(গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো
(ঘ )পায়ের মোজায় গোঁজা।

১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –

(ক)পনেরো আনায়।
(খ) বারো আনায়।
(গ). ষোলো আনায়।
(ঘ) দশ আনায়।

১.৯ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখকের নাম –

(ক)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
(খ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১.১০ বিভক্তি শব্দের অর্থ কী ?

(ক) বিভাজন
(খ) সংকোচন।
(গ) প্রসারণ
(ঘ ) সংযোজন।

১.১১ কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি

(ক) অপাদান কারক।
(খ) কর্তৃকারক।
(ঘ) কর্মকারক।
(গ) করণকারক।

১.১২ মেসি কী খেলাই না খেললো – কী জাতীয় কর্ম?

(ক) উহ্য কর্ম।
(খ) সমধাতুজ কর্ম।
(গ)কর্মের বীপ্সা
(ঘ) উপবাক্যীয় কর্ম।

১.১৩ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী – নিম্নরেখ পদটি

(ক) ক্রিয়াবাচক পদ।
(খ) সম্বোধন পদ।
(গ) কর্মকারক।
(ঘ) সম্বন্ধপদ।

১.১৪ সমাসের মূল অর্থ

(ক) বর্ণের সাথে বর্ণের মিলন।
(খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন।
(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ।
(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন।

১.১৫ বুড়োমানুষের কথাটা শুনো – নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হ’ল

(ক) বহুরীহি সমাস।
(খ) কর্মধারয় সমাস।
(গ) তৎপুরুষ সমাস।
(ঘ) অব্যয়ীভাব।

১.১৬ ‘দশানন‘-এ সমাস হল –

(ক) দ্বিগু
(খ ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি সমাস
(ঘ ) কর্মধারয়

১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল –

(ক) বহুব্রীহি সমাস।
(খ) অব্যয়ীভাব সমাস।
(গ) তৎপুরুষ সমাস।
(ঘ) নিত্য সমাস।

২ । কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯

২.১. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ

২.১.১ তপন মামার বাড়িতে কেন এসেছিল ?
২.১.২ “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,” – সংকল্পটি কী ?
২.১.৩. “আর যাই হোক্, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।”-কার খোঁজ করা হচ্ছিল ?
২.১.৪ “মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন” – ‘তারিফ’ করার কারণ কী ?
২.১.৫ “কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” – কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?

২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ X ১ =৪

২.২.১ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।”- ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি কী ?
২.২.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতাটির রচয়িতা কে ?
২.২.৩. “তারপর যুদ্ধ এলো” – যুদ্ধ কেমনভাবে এলো ?
২.২.৪ “এবার মহানিশার শেষে” – কে আসবে?
২.২.৫ “এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে।” — বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন ?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :

২.৩.১ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।”— কোন নেশার কথা বলা হয়েছে
২.৩.২ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” কার কথা বলা হয়েছে ?
২.৩.৩ “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।” – কাদের কাছে অস্পৃশ্য ?
২.৩.৪“সোনার দোয়াত কলম যে সত্যই হতো;” — বস্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮

২.৪.১ সমাস কাকে বলে?
2.8.2 রত্নাকর – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
২.৪.৩. ক্ষুদ্র গ্রহ – ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও।
২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে
২.৪.৬ প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।
২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে ?
২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী ?
২.৪.৯ একটি গৌণ কর্মের উদাহরণ দাও।
২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো : চিঠি পকেটে ছিল।

৩। নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও :

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ

৩.১.১ “পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, ”— কোন পত্রিকা, কেন সকলের হাতে – হাতে ঘুরছিল
৩.১.২ “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না”- বক্তা কে? তার কোন্লাঞ্ছনার কথা বলা হয়েছে ?

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.২.১ “তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা ? কেন স্বপ্ন দেখতে পারল না? (১+২)
৩.২.২ “কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে” – বস্তা কে ? তাঁর একথা বলার কারণ কী ?(১+২)

৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

8.১. “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যোলোআনাই বজায় আছে।”— বাবুটি কে? তাঁরস্বাস্থ্য ও শখের পরিচয় দাও।5+8
8.2 “অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ?” কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো।5+8

৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৫.১ “এল মানুষ-ধরার দল” কোথায় এল ? ‘মানুষ ধরার দল’ এসে কী করেছিল ? ১+৪
৫.২ “তোরা সব জয়ধ্বনি কর।”- কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো।

৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”— ‘সবই’-র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টিকীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো।
৬.২ “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম।”কিসে ‘হোম-টাস্ক’ করা হতো ? ‘হোম-টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও।

৭. বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১ “বালোর ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আপপনা’- বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে?
৭.২ “ওকে এর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। এর সঙ্গে থাকতে আমার ভয় হয়।” – বক্তা কে ? তার এই রকম ভয় হওয়ার কারণ কী?

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০

৮.১ “ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।”-কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।
৮.২ “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।”— বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।
৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল ? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল ?

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :8

Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

১০.১ অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১। কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো।

১১.১. বর্তমান জীবনে বিজ্ঞান
১১.২ পরিবেশ ও মানুষ।
১১.৩ তোমার দেখা একটি মেলা।
১১.৪ একটি নদীর আত্মকথা।


Read More👇

Spread the love

You cannot copy content of this page