Latest Notes

Higher Secondary 2023 Physics Question Paper Higher Secondary 2023 Sanskrit Question Paper.pdf মাধ্যমিক ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (সেট- ১) HS English 2023, 2022, 2021, 2020, 2019, 2018, 2017, 2016 Higher Secondary Bengali Question Papers Higher Secondary 2023 Philosophy Question Paper Pdf Higher Secondary 2023 Modern Computer Application Question Paper pdf | WBCHSE Higher Secondary 2023 Health and Physical Education.pdf | WBCHSE School Magazine Paragraph Your Village Paragraph

কর্মধারয় সমাস কাকে বলে?

যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয়  এবং সমস্তপদে পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-

নীল যে আকাশ = নীলাকাশ
শ্বেত যে বস্ত্র = শ্বেতবস্ত্র
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

কর্মধারয় সমাস কত প্রকার ও কি কি?

কর্মধারয় সমাস ৫ প্রকারঃ

ক) সাধারণ কর্মধারয় সমাস,
খ) মধ্যপদলোপী কর্মধারায়,
গ)উপমান কর্মধারায়,
ঘ) উপমিত কর্মধারায় এবং
ঙ) রূপক কর্মধারায় সমাস

ক) সাধারণ কর্মধারায় সমাসঃ 

সাধারণ কর্মধারায় সমাসের তিনটি শ্রেণী আছে।

✍️বিশেষণ + বিশেষ্য (পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য)

উদাহারণঃ 
• নীল যে পদ্ম= নীলপদ্ম
• সুন্দরী যে লতা= সুন্দরলতা
• অধম যে নর= নরাধম
• মহান যে রাজা= মহারাজা

✍️বিশেষ্য + বিশেষ্য (উভয়পদ বিশেষ্য)

উদাহারণঃ
• যিনি জজ তিনিই সাহেব= জজসাহেব
• যিনি রাজা তিনি ঋষি= রাজর্ষি
• যিনি পিতা তিনি দেব= পিতৃদেব
• যিনি ব্রাহ্মণ তিনি = ব্রাহ্মণপণ্ডিত


✍️বিশেষণ + বিশেষণ (উভয়পদ বিশেষণ)

উদাহারণঃ
• যিনি গণ্য তিনি মান্য = গণ্যমান্য
• যাহা মৃদু তাহাই মন্দ = মৃদুমন্দ
• যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট
• নীল অথচ লোহিত = নীললোহিত

(খ) মধ্যপদলোপী সমাসঃ

 যে সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।

উদাহারণঃ
• সিংহ চিহ্নিত আসন= সিংহাসন,
• সাহিত্য বিষয়ক সভা= সাহিত্যসভা,
• স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ,
• চিকিৎসা বিষয়ক শাস্ত্র= চিকিৎসাশাস্ত্র‌‌
• ঘরজামাই= ঘর আশ্ৰিত জামাই,
• মৌ সংগ্রহকারী মাছি= মৌমাছি,
• মোম নির্মিত বাতি= মোমবাতি

(গ) উপমান কর্মধারয়ঃ 

সাধারণ গুণবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে।
যেমন-
ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ।

এখানে ‘ভ্রমর’ উপমান ও ‘কেশ’ উপমেয় এবং ‘কৃষ্ণত্ব’ সাধারণ ধর্ম।

👉উপমান -এর অর্থ তুলনীয় বস্তু।
👉প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।

উদাহারণঃ
• তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র,
• অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা,
• রক্তের ন্যায় লাল= রক্তলাল,
• ঘনের ন্যায় শ্যাম= ঘনশ্যাম
• বকের ন্যায় ধার্মিক= বকধার্মিক
• হিমের ন্যায় শীতল= হিমশীতল
• কাজলের ন্যায় কালো= কাজলকালো

(ঘ) উপমিত কর্মদারয় সমাসঃ 

উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে ।
যেমন-
কথা অমৃতের ন্যায় = কথামৃত

👉এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্তপদে থাকে না, অনুমান করে নেওয়া হয়।
👉এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে।

উদাহরণঃ
• মুখ চন্দ্রের ন্যায়= চন্দ্রমুখ,
• পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ
• চরণ কমলের ন্যায় = চরণকমল
• বীর সিংহের ন্যায়= বীরসিংহ
• নর সিংহের ন্যায়= নরসিংহ

(ঙ) রূপক কর্মধারায়ঃ 

উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারায় সমাস বলে ।
যেমন-
মন রূপ মাঝি= মনমাঝি

👉 এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে।
👉 সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। 


উদাহারণঃ
• বিদ্যা রুপ ধন= বিদ্যাধন
• হৃদয় রূপ মন্দির= হৃদয়মন্দির
• জ্ঞান রূপ বৃক্ষ= জ্ঞানবৃক্ষ
• জীবন রূপ প্রদীপ = জীবনপ্রদীপ
• শোক রূপ অনল= শোকানল
• জীবন রূপ স্রোত= জীবনস্রোত

Spread the love