Latest Notes

10 Common Mistakes to Avoid When Learning English Top English Learning Apps for Beginners(2023) I Travelled among Unknown Men | Lucy Poems | Wordsworth Explanation | MCQs & Answers Three Years She Grew | Explanation | MCQs & Answers A Slumber Did My Spirit Seal | Explanation | MCQs & Answers | William Wordsworth She Dwelt among the Untrodden Ways | Explanation | MCQs & Answers | William Wordsworth Strange fits of passion have I known | Explanation | MCQ & Answers The World Is Too Much With Us | Explanation | 25 MCQs & Answers | William Wordsworth Voice Change Worksheet | 50 Active to Passive Voice Exercises Voice Change Worksheet | 50 Active to Passive Voice Exercises

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১। বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শেখে

(ক) ইংরেজদের থেকে
(খ) ওলন্দাজদের থেকে
(গ) ফরাসিদের থেকে
(ঘ) পোর্তুগিজদের থেকে।

উত্তরঃ (ঘ) পোর্তুগিজদের থেকে।

২। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল।

(ক) ১৮৯০ খ্রিঃ
(খ) ১৯০৫ খ্রিঃ
(গ) ১৯১১ খ্রিঃ
(ঘ) ১৯১৭ খ্রিঃ

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিঃ

৩। Twenty two yards to freedom’ বইটি লিখেছিলেন-

(ক) বোরিয়া মজুমদার
(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(গ) জে.এ. ম্যাসান
(ঘ) রিচার্ড হোল্ট

উত্তরঃ (ক) বোরিয়া মজুমদার

৪। ‘সত্তর বৎসর’ গ্রন্থটি হল একটি

(ক) উপন্যাস
(খ) কাব্য গ্রন্থ
(গ) জীবনী গ্রন্থ
(ঘ) আত্মজীবনী

উত্তরঃ (ঘ) আত্মজীবনী

৫। ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত।

(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে
(গ) কুষ্টিয়া থেকে
(ঘ) বারাসাত থেকে

উত্তরঃ (গ) কুষ্টিয়া থেকে

৬। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন

(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

৭।’ নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –

(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভাঃ জেমস লং

উত্তরঃ (ঘ) রেভাঃ জেমস লং

৮।’ নববিধান ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন

(ক) রামমোহন রায়
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) কেশব চন্দ্র সেন
(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ (গ) কেশব চন্দ্র সেন

৯। কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল

(ক) মেদিনীপুরে
(খ) ঝাড় গ্রামে
(গ) ছোটোনাগপুরে
(ঘ) রাঁচিতে

উত্তরঃ (গ) ছোটোনাগপুরে

১০। দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন

(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহে
(গ) সাঁওতাল বিদ্রোহে
(ঘ) মুন্ডা বিদ্রোহে

উত্তরঃ (ক) চুয়াড় বিদ্রোহে

১১। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন

(ক) রানী শিরোমণি
(খ) সুই মুন্ডা
(গ) সিধু
(ঘ) বিরসা মুন্ডা

উত্তরঃ (ঘ) বিরসা মুন্ডা

১২। খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল

(ক) মুন্ডা সমাজে
(খ) সাঁওতাল সমাজে
(গ) কোল সমাজে
(ঘ) ভিল সমাজে

উত্তরঃ (ক) মুন্ডা সমাজে

১৩। ১৮৫৭ এর মহাবিদ্রোহের সময় শহীদ ছিলেন

(ক) তাতিয়া টোপি
(খ) নানাসাহেব
(গ) মঙ্গল পান্ডে
(ঘ) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ

উত্তরঃ (গ) মঙ্গল পান্ডে

১৪। ১৮৫৭ সালের মহা বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন

(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জওহরলাল নেহেরু
(গ) রাসবিহারী বসু
(ঘ) ভি.ডি. সভারকার

উত্তরঃ (ঘ) ভি.ডি. সভারকার

১৫। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল

(ক) ভারত সভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) জমিদার সভা

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

১৬। ‘বর্তমান ভারত’ রচনা করেন –

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিপিনচন্দ্র পাল

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ

১৭। ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল

(ক) ১৮৪৫
(খ) ১৮৫০
(গ) ১৮৫৫
(ঘ) ১৮৬০

উত্তরঃ (গ) ১৮৫৫

১৮। ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১৯। ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন –

(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সি ভি রমন
(গ) প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (খ) সি ভি রমন

২০। ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯০৫
(খ) ১৯০৬
(গ) ১৯১১
(ঘ) ১৯১২

উত্তরঃ (খ) ১৯০৬

২১। নতুন সামাজিক ইতিহাসের কাদের কথা বলা হয়েছে?

(ক) রাজা মহারাজা
(খ) সাধারণ মানুষ
(গ) রাজনৈতিক নেতা
(ঘ) সামন্ত প্রভু

উত্তরঃ (খ) সাধারণ মানুষ

২২। “ভারতীয় ফুটবলের জনক” বলে অভিহিত করা হয়

(ক) গোষ্ঠ গোপাল
(খ) চুনী গোস্বামী
(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) পি.কে ব্যানার্জি

উত্তরঃ (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

২৩। বিপিনচন্দ্র পাল লিখেছেন

(ক) সত্তর বছর
(খ) জীবনস্মৃতি
(গ) এ নেশন ইন মেকিং
(ঘ) আনন্দমঠ

উত্তরঃ (ক) সত্তর বছর

২৪। “জীবনের ঝরাপাতা” কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল

(ক) প্রবাসী
(খ) সন্ধ্যা
(গ) দেশ
(ঘ) বামাবোধিনী

উত্তরঃ (গ) দেশ

২৫। ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষে মত প্রকাশ করেন

(ক) মেকলে
(খ) কোল ব্রুক
(গ) প্রিন্সেপ
(ঘ) উইলসন

উত্তরঃ (ক) মেকলে

২৬। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন

(ক) লর্ড ক্যানিং
(খ) আশুতোষ মুখোপাধ্যায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) জেমস উইলিয়াম কোলভিল

উত্তরঃ (ঘ) জেমস উইলিয়াম কোলভিল

২৭। নব্য বঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন

(ক) রসিক কৃষ্ণ মল্লিক
(খ) রামগোপাল ঘোষ
(গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
(ঘ) ডিরোজিও

উত্তরঃ (ঘ) ডিরোজিও

২৮। বিপ্লব শব্দের অর্থ হলো

(ক) সামরিক পরিবর্তন
(খ) সামাজিক পরিবর্তন
(গ) আংশিক পরিবর্তন
(ঘ) আমূল পরিবর্তন

উত্তরঃ (ঘ) আমূল পরিবর্তন

২৯। কেশবচন্দ্র সেন কে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন

(ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

৩০। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন

(ক) কোল বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) পাগলপন্থী বিদ্রোহ

উত্তরঃ (খ) চুয়াড় বিদ্রোহ

৩১। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন

(ক) দুদুমিয়া
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমীর
(ঘ) বিরসা মুন্ডা

উত্তরঃ (গ) তিতুমীর

৩২। ফরাজি আন্দোলনের সূচনা করেন

(ক) শরীয়ত উল্লাহ
(খ) তিতুমীর
(গ) দুদুমিয়া
(ঘ) সৈয়দ আহমদ

উত্তরঃ (ক) শরীয়ত উল্লাহ

৩৩। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়

(ক) ১৮৩৬
(খ) ১৮২৬
(গ) ১৮৪৬
(ঘ) ১৮০৬

উত্তরঃ (ক) ১৮৩৬

৩৪। জমিদার সভার সভাপতি ছিলেন

(ক) প্রসন্নকুমার ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) দ্বারকানাথ ঠাকুর
(ঘ) রাজনারায়ণ বসু

উত্তরঃ (খ) রাধাকান্ত দেব

৩৫। ভারত সভা প্রতিষ্ঠিত হয়

(ক) ১৮৭২
(খ) ১৮৭৮
(গ) ১৮৭৬
(ঘ) ১৮৭৪

উত্তরঃ (গ) ১৮৭৬

৩৬। ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়

(ক) দিল্লিতে
(খ) মাদ্রাজে
(গ) বোম্বাইয়ে
(ঘ) কলকাতায়

উত্তরঃ (ঘ) কলকাতায়

৩৭। “বাংলা মুদ্রণ শিল্পের জনক” নামে পরিচিত ছিলেন

(ক) জেমস অগাস্টাস হিকি
(খ) চার্লস উইলকিন্স
(গ) মার্শম্যান
(ঘ) উইলিয়াম কেরি

উত্তরঃ (খ) চার্লস উইলকিন্স

৩৮। “শিশু শিক্ষা” গ্রন্থটি রচনা করেন

(ক) মদনমোহন তর্কালঙ্কার
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (ক) মদনমোহন তর্কালঙ্কার

৩৯। সর্ব প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়

(ক) ইংল্যান্ডে
(খ) ফ্রান্সে
(গ) চীনে
(ঘ) জার্মানিতে

উত্তরঃ (ঘ) জার্মানিতে

৪০। লাইনো টাইপ তৈরি করেছিলেন

(ক) সুরেশ চন্দ্র মজুমদার
(খ) পঞ্চানন কর্মকার
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (ক) সুরেশ চন্দ্র মজুমদার

৪১। বাইশ গজের খেলা কাকে বলে

(ক) হকি
(খ) ক্রিকেট
(গ) ফুটবল
(ঘ) রাগবি

উত্তরঃ খ) ক্রিকেট

৪২। জীবনস্মৃতি আসলে কার স্মৃতিকথা?

(ক) বিপিনচন্দ্র পাল
(খ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

৪৩। হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন

(ক) হরিপদ রায়
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) কালী প্রসন্ন রায়

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ

৪৪। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন

(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) বিদ্যাসাগর

উত্তরঃ (গ) ডেভিড হেয়ার

৪৫। শব্দ কল্পদ্রুম কার লেখা

(ক) রামমোহন
(খ) রাধাকান্ত
(গ) বিদ্যাসাগর
(ঘ) বিবেকানন্দ

উত্তরঃ (খ) রাধাকান্ত

৪৬। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৭১৭
(খ) ১৮১৭
(গ) ১৮১৯
(ঘ) ১৮৩৫

উত্তরঃ (খ) ১৮১৭

৪৭। চুয়াড় কথার অর্থ হল

(ক) উচ্চ জাতি
(খ) নিচু জাতি
(গ) আদিবাসী
(ঘ) সভ্য জাতি

উত্তরঃ (খ) নিচু জাতি

৪৮। ভিল বিদ্রোহ হয়েছিল

(ক) পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে
(খ) পূর্বঘাট পার্বত্য অঞ্চলে
(গ) অজন্তা অঞ্চলে
(ঘ) মধ্য ভারতে

উত্তরঃ (ক) পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে

৪৯। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন

(ক) লর্ড লিটন
(খ) লর্ড ক্লাইভ
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড বেন্টিং

উত্তরঃ (গ) লর্ড ক্যানিং

৫০। ভারতমাতা চিত্রটি কার অমর সৃষ্টি?

(ক) নন্দলাল বসু
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ভিঞ্চি

উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

Spread the love