Latest Notes

Higher Secondary 2023 Modern Computer Application Question Paper pdf | WBCHSE Higher Secondary 2023 Health and Physical Education.pdf | WBCHSE School Magazine Paragraph Your Village Paragraph A Book Fair Paragraph | Paragraph on the Kolkata Book Fair A Village Fair Paragraph | A Village Fair Essay Higher Secondary 2023 History Question Paper pdf | WBCHSE Higher secondary 2023 Political Science Question Paper pdf Higher Secondary 2023 English Question Paper pdf | HS 2023 Higher Secondary 2023 Question Papers | WBCHSE

১। আপনি কি ভগবানের চেয়েও বড়?’ – উক্তিটির বক্তা-

(ক) জগদীশবাবু
(খ) হিমালয় থেকে আগত সন্ন্যাসী
(গ) হরিদা
(ঘ) ভবতোষ

উত্তরঃ (গ) হরিদা।

২। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল–

(ক) আট টাকা
(খ) আট টাকা দশ আনা
(গ) আট টাকা আট আনা
(ঘ) দশ টাকা

উত্তরঃ (খ) আট টাকা দশ আনা।

৩। হরিদা ছিলেন পেশায় একজন –

(ক) চায়ের দোকানদার
(খ) বহুরূপী
(গ) বাইজি
(ঘ) পুলিশ।

উত্তরঃ (খ) বহুরূপী।

৪। হরিদ্বার শীর্ণ শরীরটাকে দেখে মনে হয়েছিল –

(ক) অশরীরী
(খ) মহাপুরুষ
(গ) অতিমানব
(ঘ) রুগ্ন

উত্তরঃ (ক) অশরীরী

(৫) ‘ সে ভয়ানক দুর্লভ জিনিস’- দুর্লভ জিনিসটি হল-

(ক) সন্ন্যাসীর আশীর্বাদ
(খ) সন্ন্যাসীর সান্নিধ্য
(গ) সন্ন্যাসীর পদধূলি
(ঘ)  সন্ন্যাসীর উপদেশ

উত্তরঃ (গ) সন্ন্যাসীর পদধূলি

৬। ‘বহুরূপী’ গল্পটির রচয়িতা হলেন –

(ক) সুবোধ সরকার
(খ) শ্রীপান্থ
(গ) পান্নালাল প্যাটেল
(ঘ) সুবোধ ঘোষ।

উত্তরঃ (ঘ) সুবোধ ঘোষ।

৭। বিরাগীর মতে ‘ধন -জন -যৌবন’ হল –

(ক) মিথ্যা
(খ) অনর্থের মূল
(গ) বঞ্চনা
(ঘ) অর্থহীনতার নামান্তর।

উত্তরঃ (গ) বঞ্চনা।

৮। ‘খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো।’- একথা বলেছে-

(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী।

উত্তরঃ (গ) কাশীনাথ।

৯। ‘সে ভয়ানক দুর্লভ’- কোনটি?

(ক) হীরে
(খ) মুক্তা
(গ) পদধূলি
(ঘ) জমি

উত্তরঃ (গ) পদধূলি।

১০। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান-

(ক) এক দিন
(খ) দু’দিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন

উত্তরঃ (ক) এক দিন।

১১। হরিদ্বার বাড়ি ছিল –

(ক) শহরের ব্যস্ততম এলাকায়
(খ) গ্রামের মধ্যে
(গ) শহরের সবচেয়ে সরু গলির ভিতর
(ঘ) বস্তিতে

উত্তরঃ (গ) শহরের সবচেয়ে সরু গলির ভিতর।

১২। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল-

(ক) ১২ লক্ষ টাকা
(খ) ১৮ লক্ষ টাকা
(গ) ১১ লক্ষ টাকা
(ঘ) ২০ লক্ষ টাকা

উত্তরঃ (গ) ১১ লক্ষ টাকা।

১৩। “আক্ষেপ করেন হরিদা “আক্ষেপের কারণ—

(ক) সন্ন্যাসীকে না দেখতে পারা
(খ) সন্ন্যাসীর আশীর্বাদ না পাওয়া
(গ) সন্ন্যাসীর পায়ের ধুলাে না নেওয়া
(ঘ) জগদীশবাবুর কাছ থেকে টাকা না পাওয়া

উত্তরঃ (গ) সন্ন্যাসীর পায়ের ধুলাে না নেওয়া।

১৪। জগদীশবাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন—

(ক) কাঠের খড়ম
(খ) সােনার খড়ম 
(গ) রুপাের খড়ম 
(ঘ) গীতা বই

উত্তরঃ (ক) কাঠের খড়ম।

১৫। বিরাগীর ঝোলার মধ্যে ছিল একটি-

(ক) আমলকী 
(খ) গীতা 
(গ) মহাভারত 
(ঘ) রুদ্রাক্ষের মালা

উত্তরঃ (খ) গীতা।

১৬। জগদীশবাবুর বাড়িতে সন্যাসী কতদিন ছিলেন?

(ক) ৩ দিন
(খ) ৫ দিন
(গ) ৭ দিন
(ঘ) ১০ দিন

উত্তরঃ (গ) ৭ দিন।

১৭। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি’- কীসের ছদ্মবেশের কথা বলা হয়েছে?

(ক) পাগলের
(খ) বাইজির
(গ) জোকারের
(ঘ) ভিখিরির।

উত্তরঃ (খ) বাইজির।

১৮। নকল পুলিশ হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিল-

(ক) আট টাকা দশ আনা
(খ) আট আনা
(গ) চার আনা
(ঘ) ষোল আনা

উত্তরঃ (খ) আট আনা।

১৯। সন্যাসীবেশী হরিদার ঝুলিতে ছিল-

(ক) কমন্ডলু
(খ) গীতা
(গ) প্রচুর অর্থ
(ঘ) একটি সাদা উত্তরীয়

উত্তরঃ (খ) গীতা।

২০। বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিলেন—

(ক) একটি খড়ম
(খ) ঠান্ডা জল
(গ) তীর্থ ভ্রমণের টাকা
(ঘ) বাণী শুনতে

উত্তরঃ (খ) ঠান্ডা জল।

২১। হরিদার উনুনে চাপানাে হাঁড়িতে অনেক সময় ভাতের বদলে ফোটে-

(ক) জল 
(খ) দুধ
(গ) খিচুড়ি 
(ঘ) খৈ

উত্তরঃ (ক) জল ।

২২। জগদীশবাবু বিরাগীকে ভ্রমণের জন্য প্রণামি দিতে চেয়েছিলেন—

(ক) একশাে টাকা
(খ) একশাে এক টাকা
(গ) পাঁচশ টাকা
(ঘ) হাজার এক টাকা

উত্তরঃ (খ) একশাে এক টাকা।

২৩। কোন ছদ্মবেশে হরিদার সবচেয়ে বেশি রোজগার হয়েছিল?

(ক) পাগল
(খ) কাপালিক
(গ) বাইজি
(ঘ) পুলিশ

উত্তরঃ (গ) বাইজি।

২৪। বিরাগী ধুলাের মতাে অনায়াসে মাড়িয়ে যেতে পারেন-

(ক) বইপত্র
(খ) মর্ত্যের ভূমি 
(গ) সােনা
(ঘ) অর্থ

উত্তরঃ (গ) সােনা।

২৩. বাইজির হাতে ছিল একটি

(ক) থালা 
(খ) ফুলসাজি
(গ) পানেরসাজি 
(ঘ) ওড়না

উত্তরঃ (খ) ফুলসাজি।

২৪। “দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল—-“

(ক) শহরের বড় রাস্তায়
(খ) জগদীশ বাবুর বাড়ির উঠোনে
(গ) চকের বাসস্ট্যান্ডে
(ঘ) ট্যাক্সিস্ট্যান্ডে

উত্তরঃ (গ) চকের বাসস্ট্যান্ডে।

২৫। চকের বাসস্ট্যান্ডে আতকের হল্লা বেজেছিল-

(ক) সন্ধ্যা বেলা 
(খ) দুপুর বেলা 
(গ) সকাল বেলা
(ঘ) বিকেল বেলা

উত্তরঃ (খ) দুপুর বেলা।

২৬। সারা বছরে সন্ন্যাসী শুধু একটি কী খান?

(ক) সুপারি 
(খ) হরীতকী 
(গ) নারকেল 
(ঘ) আপেল

উত্তরঃ (খ) হরীতকী

২৭। হরিদা যিনি পাগল সেজেছিলেন, তার গলায় কীসের মালা ছিল?

(ক) ফুলের মালা 
(খ) কাগজের মালা 
(গ) হাড়ের মালা 
(ঘ) টিনের কৌটোর মালা

উত্তরঃ (ঘ) টিনের কৌটোর মালা।

২৮। বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি?
(ক) জামা
(খ) পাঞ্জাবি
(গ) শাল
(ঘ) উত্তরীয়

উত্তরঃ (ঘ) উত্তরীয়।

২৯। জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন?
(ক) উদার
(খ) কৃপণ
(গ) খারাপ
(ঘ) শান্ত

উত্তরঃ (খ) কৃপণ।

৩০। সন্ন্যাসীর বয়স কত হবে বলে লােকে মনে করে—

(ক) হাজারের বেশি
(খ) একশাের বেশি
(গ) একশাে বছর
(ঘ) হাজার বছর

উত্তরঃ (ক) হাজারের বেশি।

৩১। লিচুবাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিলেন তার সংখ্যা হল?

(ক) পাঁচ
(খ) চার
(গ) আট
(ঘ) দশ

উত্তরঃ (খ) চার।

৩২। দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল—

(ক) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
(খ) পুলিশ সেজে
(গ) স্কুলের মাস্টারমশাই সেজে
(ঘ) বাউল সেজে

উত্তরঃ (খ) পুলিশ সেজে।

৩৩। যারা বহুরুপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়?

(ক) এক আনা
(খ) এক পয়সা
(গ) এক টাকা
(ঘ) এক আনা-দু-আনা

উত্তরঃ

৩৪। হরিদার কাছে যা অসম্ভব, তা হল?

(ক) রােজই ভাত রান্না করা
(খ) রােজ চা তৈরি করা।
(গ) রােজ বহুরূপী সাজা
(ঘ) রােজই একটা চাকরির কাজ করে যাওয়া

উত্তরঃ (ঘ) রােজই একটা চাকরির কাজ করে যাওয়া।

৩৫। হরিদা চকের বাস স্ট্যান্ডে কোন সময়ে পাগল সেজেছিল?

(ক) সকালবেলায়
(খ) বিকালবেলায়
(গ) দুপুরবেলায়
(ঘ) সন্ধ্যাবেলায়

উত্তরঃ (গ) দুপুরবেলায়।

৩৬। ‘তার হাত দুটো ছটফট করতে শুরু করে দিয়েছে’—জগদীশবাবুর হাত দুটো ছটফট করার কারণ-

(ক) বিরাগীকে প্রণামি দানের জন্য 
(খ) বিরাগীর পায়ের ধুলাে নেওয়ার জন্য
(গ) বিরাগীর পায়ে খড়ম পড়ানাের জন্য
(ঘ) সন্ন্যাসীকে প্রণাম করার জন্য

উত্তরঃ (খ) বিরাগীর পায়ের ধুলাে নেওয়ার জন্য।

৩৭। হরিদা বহুরূপীর ছদ্মবেশে পথে বের হয়—

(ক) সকালে-বিকেলে
(খ) সকালে-রাতে
(গ) সকালে-সন্ধ্যায়
(ঘ) সকালে-দুপুরে

উত্তরঃ (গ) সকালে-সন্ধ্যায়।

৩৮। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন—

(ক) চকের বাসস্ট্যান্ডে
(খ) শহরের রাস্তার মােড়ে
(গ) স্কুলের লিচু বাগানে
(ঘ) দয়ালবাবুর লিচু বাগানে

উত্তরঃ (ঘ) দয়ালবাবুর লিচু বাগানে।

৩৯। হরিদার ঘরে সকাল-সন্ধ্যায় আড্ডা দিত—

(ক) পাড়ার সকলে
(খ) তিনজন
(গ) চারজন
(ঘ) পাঁচজন

উত্তরঃ (গ) চারজন।

৪০। সাদা উত্তরীয়টা কোথায় পড়েছিল ?

(ক) বেঞ্চের উপর
(খ) উনুনের পাশে
(গ) মাদুরের ওপর
(ঘ) খাটের ওপর

উত্তরঃ (গ) মাদুরের ওপর।

৪১।পাগলটা বাসযাত্রীদের কী দিয়ে ভয় দেখাচ্ছিল?

(ক) থান ইট 
(খ) আস্ত ইট
(গ) ঢিল
(ঘ) লাঠি

উত্তরঃ (ক) থান ইট।

৪২। হরিদা জগদীশ বাবুর বাড়িতে পুনরায় যেতে চেয়েছিল—

(ক) বহুরূপী সাজ দেখাতে 
(খ) বড়াে মতাে কিছু ঝেলে নিতে
(গ) তীর্থভ্রমণের টাকা আদায় করতে 
(ঘ) বকশিশের টাকা আনতে

উত্তরঃ (ঘ) বকশিশের টাকা আনতে।

(৪৩) “আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো”- বক্তা কে?

(ক) জগদীশবাবু
(খ) হরিদা
(গ) বিরাগী
(ঘ) ভবতোষ

উত্তরঃ (খ) হরিদা।

(৪৪) “হরিদার গলার স্বর এরকমরই নয়”- বক্তা কে?

(ক) গল্প কথক
(খ) ভবতোষ
(গ) কাশীনাথ
(ঘ) অনাদি

উত্তরঃ (খ) ভবতোষ।

Spread the love