Latest Notes

Higher Secondary 2023 Modern Computer Application Question Paper pdf | WBCHSE Higher Secondary 2023 Health and Physical Education.pdf | WBCHSE School Magazine Paragraph Your Village Paragraph A Book Fair Paragraph | Paragraph on the Kolkata Book Fair A Village Fair Paragraph | A Village Fair Essay Higher Secondary 2023 History Question Paper pdf | WBCHSE Higher secondary 2023 Political Science Question Paper pdf Higher Secondary 2023 English Question Paper pdf | HS 2023 Higher Secondary 2023 Question Papers | WBCHSE

১। “তা ছাড়া এত বড় বন্ধু”- বন্ধুটি হল-

(ক) রামদাস তলওয়ালকর
(খ) নিমাইবাবু
(গ) ক্রিশ্চান মেয়ে
(ঘ) গিরিশ মহামাত্র

উত্তরঃ (গ) ক্রিশ্চান মেয়ে।

২। গিরিশ মহামাত্রের সাথে অপূর্বর প্রথম দেখা হয়েছিল –

(ক) রেল স্টেশনে
(খ) পুলিশ – স্টেশনে
(গ) জাহাজ ঘাটে
(ঘ) বিমানবন্দরে

উত্তরঃ (খ) পুলিশ – স্টেশনে।

৩। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল –

(ক) দুটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা
(খ) দুটি টাকা ও গন্ডা চারেক পয়সা
(গ) একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা
(ঘ) একটি টাকা ও গন্ডা চারেক পয়সা

উত্তরঃ (গ) একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা।

৪। ” কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ।” – বক্তা হলেন –

(ক) জগদীশ বাবু
(খ) নিমাইবাবু
(গ) রামদাস
(ঘ) অপূর্ব

উত্তরঃ (গ) রামদাস।

৫। “তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু,” – উদ্ধৃত অংশে ‘আমি’ হল –

(ক) সব্যসাচী মল্লিক
(খ) গিরীশ মহাপাত্র
(গ) অপূর্ব
(ঘ) রামদাস তলোয়ারকর

উত্তরঃ (গ) অপূর্ব।

৬। “আমি বাবু ধর্মভীরু মানুষ” – ধর্মভীরু মানুষটি হলেন –

(ক) তেওয়ারি
(খ) অপূর্ব
(গ) গিরিশ মহাপাত্র
(ঘ) জগদীশবাবু

উত্তরঃ (গ) গিরিশ মহাপাত্র।

৭। অপূর্বর পিতার বন্ধু হলেন —

(ক) জগদীশবাবু
(খ) রামদাস
(গ) নিমাইবাবু
(ঘ) গিরিশ মহাপাত্র

উত্তরঃ (গ) নিমাইবাবু।

৮। পোলিটিক্যাল সাস্পেক্ট কে ছিল?

(ক) সব্যসাচী মিত্র
(খ) সব্যসাচী মৈত্র
(গ) সব্যসাচী মৌলিক
(ঘ) সব্যসাচী মল্লিক

উত্তরঃ (ঘ) সব্যসাচী মল্লিক

৯। “বুড়ো মানুষের কথাটা শুনো” — ‘বুড়ো’ মানুষটি হল –

(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) রামদাস

উত্তরঃ (খ) নিমাইবাবু

১০। “আপাতত ভামো যাচ্ছি” – বক্তা হল –

(ক) গিরীশ
(খ) রামদাস
(গ) অপূর্ব
(ঘ) নিমাইবাবু

উত্তরঃ (গ) অপূর্ব

১১। ” রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে ” – এর কারণ –

(ক) পুলিশ সব্যসাচীকে ধরতে ব্যর্থ
(খ) সব্যসাচীর বর্মায় আগমন
(গ) অপূর্বর হাস্যকর উক্তি
(ঘ) গিরিশ মহাপাত্রের বেশভূষা

উত্তরঃ (খ) সব্যসাচীর বর্মায় আগমন

১২। সব্যসাচীর বয়স —

(ক) কুড়ি-বাইশের বেশি নয়
(খ) ত্রিশ-বত্রিশের বেশি নয়
(গ) চল্লিশ-পঞ্চাশের বেশি নয়
(ঘ)  ষাট-সত্তরের বেশি নয়

উত্তরঃ (খ) ত্রিশ-বত্রিশের বেশি নয়

১৩। সব্যসাচী মল্লিক পেশায় ছিল— 

(ক) ডাক্তার 
(খ) পুলিশ
(গ) কেরানি
(ঘ) শিক্ষক

উত্তরঃ (ক) ডাক্তার

১৪। রাত্রিতে অপূর্বকে জানানো হয়েছিল –
(ক) তিনবার
(খ) চারবার
(গ) পাঁচবার
(ঘ) বহুবার

উত্তরঃ (ক) তিনবার

১৫। ‘দয়ার সাগর। পরকে সেজে দি, নিজে খাইনে।” — বক্তা হলেন —

(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) গিরিশ মহাপাত্র

উত্তরঃ (ক) জগদীশবাবু

১৬। “পরকে সেজে দি, নিজে খাইনে।” —জিনিসটি কী ছিল?

(ক) পান
(খ) তামাক
(গ) গাঁজা
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) গাঁজা

১৭। “সে যে বর্মায় এসেছে এ খবর সত্য” – সে কে?

(ক) নিমাইবাবু
(খ) জগদীশবাবু
(গ) অপূর্ব
(ঘ) সব্যসাচী

উত্তরঃ (ঘ) সব্যসাচী

১৮। “তুমি তো ইউরোপিয়ান নও !” — কথাটি অপূর্বকে কে বলেছিলেন ?

(ক) রেঙ্গুনের সাব – ইনস্পেক্টর 
(খ) বর্মা সাব – ইনস্পেক্টর 
(গ) বড়োসাহেব 
(ঘ) বর্মার জেলাশাসক

উত্তরঃ (ক) রেঙ্গুনের সাব – ইনস্পেক্টর 

১৯। “কেবল আশ্চর্য” —আশ্চর্য বিষয়টি কী?

(ক) শক্ত সবল শরীর
(খ) দুই হাতের শক্তি
(গ) দুটি চোখের দৃষ্টি
(ঘ) পূর্বোক্ত কোনোটিই নয়

উত্তরঃ (গ) দুটি চোখের দৃষ্টি

২০। গিরিশ মহাপাত্রের রুমালে ছবি আঁকা আছে —

(ক) পাখির
(খ) সিংহের
(গ) বাঘের
(ঘ) মাছের

উত্তরঃ (গ) বাঘের

২১। নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন?

(ক) সকালের মেলট্রেন
(খ) দুপুরের মেলট্রেন
(গ) রাতের মেলট্রেন
(ঘ) বিকেলের মেলট্রেন

উত্তরঃ (গ) রাতের মেলট্রেন

২২। গিরীশ মহাপাত্র কীভাবে পুলিশের সামনে এল—

(ক) কাশতে কাশতে
(খ) নাচতে নাচতে
(গ) হেলতে দুলতে
(ঘ) অতর্কিতে ।

উত্তরঃ (গ) হেলতে দুলতে

২৩। “আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার।”–কোন্ শহর?

(ক) কলকাতা
(খ) রেঙ্গুন
(গ) দিল্লি
(ঘ) পাটনা

উত্তরঃ (খ) রেঙ্গুন

২৪। “অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে”—ও কে?—

(ক) জগদীশ
(খ) গিরিশ মহাপাত্র
(গ) নিমাইবাবু
(ঘ) রামদাস

উত্তরঃ (খ) গিরিশ মহাপাত্র

২৫। দুই বন্ধুর কোথা থেকে আসার কথা গিরিশ বলেছে? —

(ক) এনাঞ্জাং
(খ) রেঙ্গুন
(গ) কলকাতা
(ঘ) মিথিলা

উত্তরঃ (ক) এনাঞ্জাং

২৬। গিরীশ মহাপাত্রের চোখ দুটি ছিল – 

(ক) ধূর্ততায় ভরা
(খ) উদাস ও স্নিগ্ধ
(গ) নিষ্প্রভ ও বিষণ্ণ 
(ঘ) গভীর জলাশয়ের মতো

উত্তরঃ (ঘ) গভীর জলাশয়ের মতো

২৭। গিরীশ মহাপাত্রের চুলে যে – গন্ধ ছিল , তার কারণ ছিল— 

(ক) গঞ্জিকা 
(খ) প্রসাধনী
(গ) বহুদিন স্নান না করা
(ঘ) নেবুর তেল

উত্তরঃ (ঘ) নেবুর তেল

২৮। পুলিশস্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা হল— 

(ক) আট জন
(খ) ছ জন 
(গ) পাঁচ জন 
(ঘ) সাত জন

উত্তরঃ (খ) ছ জন

২৯। গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল তার রঙ-

(ক) লাল
(খ) নীল
(গ) কালো
(ঘ) সবুজ

উত্তরঃ (ঘ) সবুজ

৩০। গিরিশ মহাপাত্রের মতে যা খন্ডানো যায় না তা হল –

(ক) হাতের রেখা
(খ) ললাটের লিখন
(গ) বিধাতার লেখা
(ঘ) ভাগ্য

উত্তরঃ (খ) ললাটের লিখন

৩১। “আমি তাকে কাকা বলি”- কাকা কে?

(ক) নিমাইবাবু
(খ) জগদীশবাবু
(গ) গিরিশ মহাপাত্র
(ঘ) অপূর্ব

উত্তরঃ (ক) নিমাইবাবু

৩২। গিরিশ মহাপাত্র কোনদিকে রাস্তা ধরে প্রস্থান করলো?

(ক) পূর্ব দিকের
(খ) পশ্চিম দিকের
(গ) উত্তর দিকের
(গ) দক্ষিণ দিকের

উত্তরঃ উত্তর দিকের

৩৩। গাড়ি ছাড়তে বিলম্ব ছিল –

(ক) মিনিট তিনেক
(খ) মিনিট পাঁচেক
(গ) মিনিট সাতেক
(ঘ) মিনিট দশেক

উত্তরঃ (খ) মিনিট পাঁচেক

৩৪। গ্রীস মহাপাত্রের জামার রং ছিল

(ক) লাল
(খ) নীল
(গ) রামধনু
(ঘ) বরফের মত সাদা

উত্তরঃ (গ) রামধনু

৩৫। “তোমার চিন্তা নেই ঠাকুর ” – ঠাকুর কে?

(ক) তেওয়ারি
(খ) বড়বাবু
(গ) নিমাইবাবু
(ঘ) জগদীশবাবু

উত্তরঃ (ক) তেওয়ারি

৩৬। “বাবুজি, — এসব কথা বলার দুঃখ আছে।” — কথাটি বলেছিলেন –

(ক) অপূর্ব
(খ) তেওয়ারি
(গ) রামদাস
(ঘ)  গিরিশ মহাপাত্র

উত্তরঃ (গ) রামদাস

৩৭।  গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল?

(ক) পুলিশ – স্টেশনে
(খ) বাজারে
(গ)  রেল স্টেশনে
(ঘ)  বিমান বন্দরে

উত্তরঃ (গ)  রেল স্টেশনে

৩৮। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল?

(ক) প্রথম শ্রেণীর যাত্রী
(খ) দ্বিতীয় শ্রেণীর যাত্রী
(গ) তৃতীয় শ্রেণীর যাত্রী
(ঘ) সাধারণ শ্রেণীর যাত্রী

উত্তরঃ (ক) প্রথম শ্রেণীর যাত্রী

৩৯। গিরীশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটা ছিল —
(ক) জাপানি      
(খ) চিনা       
(গ) সিংহলি      
(ঘ) বাংলাদেশি

উত্তরঃ (ক) জাপানি

৪০। “সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা” — কীসের লক্ষণ ?

(ক) পাণ্ডিত্যের       
(খ) অসুস্থতার       
(গ) গাঁজা খাওয়ার       
(ঘ) রাজদ্রোহীতার

উত্তরঃ (গ) গাঁজা খাওয়ার  

Spread the love