Latest Notes

সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম

তারপর যে-তে যে-তে যে-তে
এক নদীর সঙ্গে দেখা।

পায়ে তার ঘুঙুর বাঁধা
পরনে
উড়ু-উড়ু ঢেউয়ের
নীল ঘাগরা।

সে নদীর দুদিকে দুটো মুখ।

এক মুখে সে আমাকে আসছি বলে
দাঁড় করিয়ে রেখে
অন‍্য মুখে
ছুটতে ছুটতে চলে গেল।

আর
যেতে যেতে বুঝিয়ে দিল
আমি অমনি করে আসি
অমনি করে যাই।

বুঝিয়ে দিল
আমি থেকেও নেই,
না থেকেও আছি।

আমার কাঁধের ওপর হাত রাখল
সময়।
তারপর কানের কাছে
ফিসফিস করে বলল –

দেখলে!
কান্ডটা দেখলে!
আমি কিন্তু কক্ষনো
তোমাকে ছেড়ে থাকি না।
তার কথা শুনে
হাতের মুঠোটা খুললাম।
কাল রাত্রের বাসি ফুলগুলো
সত‍্যিই শুকিয়ে কাঠ হয়ে আছে।…


গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে
বুড়োধাড়িদের একেবারেই
ভালো লাগল না।
আর তাছাড়া
গল্পটা বানানো।

পাছে তারা উঠে যায়
তাই তাড়াতাড়ি
ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম:

তারপর যে-তে যে-তে যে-তে….

দেখি বনের মধ‍্যে
আলো জ্বালা প্রকান্ড এক শহর।
সেখানে খাঁ খাঁ করছে বাড়ি,
আর সিঁড়িগুলো সব
যেন স্বর্গে উঠে গেছে।

তার‌ই একটাতে
দেখি চুল এলো করে বসে আছে
এক পরমাসুন্দরী রাজকন‍্যা।….

লোকগুলোর চোখ চকচক করে উঠল।
তাদের চোখে চোখ রেখে
আমি বলতে লাগলাম-

‘তারপর সেই রাজকন‍্যা
আমার আঙুলে আঙুল জড়াল।
আমি তাকে আস্তে আস্তে বললাম :
তুমি আশা,
তুমি আমার জীবন।

শুনে সে বলল:
এতদিন তোমার জন‍্যেই
আমি হাঁ করে বসে আছি।’

বুড়োধাড়িরা আগ্রহে উঠে ব’সে
জিজ্ঞেস করল: ‘তারপর?’

ব‍্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে
তার জন‍্যে
ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে
মিলিয়ে যেতে যেতে আমি বললাম-

‘তারপর ? কী বলব-
    সেই রাক্ষুসিই আমাকে খেল।।

Spread the love

You cannot copy content of this page