Latest Notes

সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম

বিভাগ – ক (Marks 50 )

১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১ “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না।”-কোন্ প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ১+৪

১.২ “বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।”—‘বাদা’ কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? ১+৪

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

২.১ “এই ভোরের জন্য অপেক্ষা করছিল!”– কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? ১×৪ = ৪

২.২ “আমার আমার দরকার শুধু গাছ দেখা”—বক্তা কে। তার গাছ দেখা দরকার কেন? ১×৪ = ৪

৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৫×১=৫

৩.১. “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম”—বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বক্তা কোন্ প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? ১+৫

৩.২ “অভিনেতা মানে একটা চাকর – একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটেখুটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক-ওয়ালাদের একমাত্র কর্তব্য।” – বস্তুার কথার তাৎপর্য আলোচনা করো। ৫

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১ “পাতায় পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা?”– পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? ২+৩

৪.২ “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন?”–ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন?
ট্রেন কীভাবে থামানো হয়েছিল? ৪+১

৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১ “কিন্তু হাতি বেগার আর চলল না।”—হাতি-বেগার আইন কী? তা আর চলল না কেন?

৫.২ “তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো।”—লেখক কাকে, কীভাবে, কেন সাহায্য করতে বলেছেন?

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

৬.১ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে-কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও।

৬.২ উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও।

৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১ = ৫

৭.১ বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো।

৭.২ বাংলার দুটি লোকসংগীতের ধারার নাম লেখো। যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭.৩ বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।

৭.৪ কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও।১+৪

৮। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : ১০×১=১০

৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

৮.২. প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো:

গাছের কথা

বীজের উপর এক কঠিন ঢাকনা; তাহার মধ্যে বৃক্ষশিশু নিরাপদে নিম্না যায়। বীজের আকার নানাপ্রকার, কোনোটি অতি ছোটো,
কোনোটি বড়ো। বীজ দেখিয়া গাছ কত বড়ো হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বটগাছ, সরিষা অপেক্ষা ছোটো বীজ হইতে জন্মে।
কে মনে করিতে পারে এত বড়ো গাছটা এই ক্ষুদ্র সরিযার মধ্যে লুকাইয়া আছে। তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ খেতে
ছড়াইতে দেখিয়াছ। কিন্তু যত গাছপালা, বনজঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো :

বিতর্কের বিষয় : ‘চলভাষ ছাড়া চলমান জীবন অচল

মতের পক্ষে : আধুনিক গতিশীল যুগে প্রতি মুহূর্তে মানুষের কাছে চলভাষ বা মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান –
প্রায় ছায়াসঙ্গী বলা যায়। জীবনের প্রতি মুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা
পুরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূলাকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল
ফোন ছাড়া চলেই না। কেবল যোগাযোগের মাধ্যমেই নয় মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্যসম্ভার হাতের মুঠোয় এনে দেয়।

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

স্বামী বিবেকানন্দ

জন্ম : ১৮৬৩ খ্রিস্টাব্দে, ১২ জানুয়ারি, কলকাতার সিমলায়।
পিতা: বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত।
মাতা: ভূবনেশ্বরী দেবী।
শিক্ষাজীবন : মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ।
রামকৃষ্ণের সান্নিধ্য : দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ। ১৮৮৬ খ্রিস্টাব্দে রামকৃয়ের দেহত্যাগের পর
বরানগরে রামকৃষ্ণ মঠ স্থাপন।
কর্মজীবন : ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগো ধর্মমহাসভায় যোগদানের জন্য আমেরিকা যাত্রা। ইংল্যান্ড ভ্রমণ, ১৮৯৭ খ্রিস্টাব্দে স্বলে,
প্রত্যাবর্তন। ‘রামকৃয় মিশন’ প্রতিষ্ঠা।
উল্লেখযোগ্য রচনা: ‘পরিব্রাজক’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘বর্তমান ভারত’।
মৃত্যু : ১৯০২ খ্রিস্টাব্দে, ৪ জুলাই।

বিভাগ – ক (Marks : 30)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮ = ১৮

১.১ ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ ‘গবাদি পশুর থাকার জায়গা’ এবং বর্তমান অর্থ ‘সমূহ’— এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা?

(ক) শব্দার্থের প্রসার,
(খ) শব্দার্থের রূপান্তর,
(গ) শব্দার্থের সংকোচ,
(ঘ) শব্দার্থের অবনতি।

১.২ একটি তাড়িত ধ্বনি হল – (ক) ঝ্ (খ) ম্ (গ) ঞ্ (ঘ) ড়্

১.৩ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? –

(ক) চিত্রশিল্প,
(খ) পটশিল্প,
(গ) স্থাপত্য শিল্প,
(ঘ) মুদ্রণশিল্প।

১.৪ মোহনবাগান ক্লাব গঠিত হয় –

(ক) ১৮৮৯ সালে,
(খ) ১৮৯০ সালে,
(গ) ১৮৯২ সালে,
(ঘ) ১৮৯৩ সালে।

১.৫ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন—

(ক) জগদীশচন্দ্র বসু,
(খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ,
(গ) মেঘনাদ সাহা,
(খ) সত্যেন্দ্রনাথ বসু।

১.৬ “হ্যাঁ, হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন।”— কী হওয়ার কথা বলা হয়েছে? –

(ক) যুবক চরিত্র,
(খ) নায়ক চরিত্র,
(গ) সার্জেন্ট চরিত্র,
(ঘ) খলনায়ক চরিত্র।

অথবা, রজনীকান্ত কোন্ ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মধ্যে প্রবেশ করেন?-

(ক) ঔরঙ্গজীবের,
(খ) দিলদারের,
(গ) মহম্মদের
(খ) সাজাহানের।

১.৭ “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” সাহেবের নাম-

(ক) আইজেনস্টাইন,
(খ) আইনস্টাইন,
(গ) গেরাসিম লেবেদেফ,
(ঘ) জর্জ বার্নার্ড শ।

অথবা, “আর একদিন তাকে দেখে মনে হয়েছিল”-

(ক) মোমের আলোর চেয়েও পবিত্র,
(খ) চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ,
(গ) ভোরের আলোর চেয়েও সুন্দর,
(ঘ) গোধূলির আলোর চেয়েও মায়াবী।

১.৮ “হ্যাঁ বল্লভভাই বলে গেছেন—”

(ক) বাঙালিরা আড্ডাবাজ,
(খ) বাঙালিরা সংস্কৃতিমনস্ক,
(গ) বাঙালিরা উদার,
(ঘ) বাঙালিরা কানুনে জাত

অথবা, “এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই”—কোন কথাটা?

(ক) গ্রিনরুমে ঘুমানোর কথা,
(খ) ফাঁকা মধ্যে অভিনয়ের কথা,
(গ) চাটুজ্জেমশাইয়ের সঙ্গে বন্ধার সাক্ষাৎ হওয়ার কথা,
(খ) চাটুজ্জেমশাইকে বাড়ি পৌঁছে দিতে চাওয়ার কথা।

১.৯ ” নিহত ভাইয়ের শবদেহ দেখে” কবির মনে জাগে-

(ক) করুণা,
(খ) হতাশা,
(গ) ক্রোধ,
(ঘ) আতঙ্ক।

১.১০ “সবুজের অনটন ঘটে…. “

(ক) অনাবৃষ্টির ফলে,
(খ) শহরের অসুখ সবুজ খায় বলে,
(গ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে,
(ঘ) অভিজ্ঞ মালি নেই বলে।

১.১১” ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো / একটা আবেশ দেওয়ার জন্য” হরিণটি কী করল?

(ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল,
(খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল,
(গ) অর্জন বনের ছায়ায় বসে রইল.
(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল।

১.১২ “সে কখনো করে না বর্ণনা।”—’সে’ বলতে বোঝানো হয়েছে –

(ক) কঠিনকে,
(খ) মৃত্যুকে,
(গ) সত্যকে,
(ঘ) জীবনকে।

১.১৩ “সেখানে কী সবাই প্রাসাদেই থাকত?”-কোন জায়গার কথা বলা হয়েছে?

(ক) ব্যাবিলন,
(খ) বাইজেনটিয়াম,
(গ) রোম,
(ঘ) আটলান্টিস

অথবা, “সেই শহর নিয়ে খিদে-তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না। কারণ-

(ক) পান্তাসাহেব নানকের জন্মস্থান,
(খ) পারাসমূহের মানারা হয়েছিল,
(গ) পাঞ্চাসাহেব গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন,
(ঘ) পাঞ্জাসাহেব বলি কান্ধাবির কটির ছিল।

১.১৪ “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”– চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?-

(ক) দোকান বন্ধ করতে,
(খ) দাঙ্গা থামাতে,
(গ) বুড়িকে নদীতে ফেলে আসতে,
(ঘ) বুড়ির সেবা করতে।

১.১৫ বাসিনী লকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল।—

(ক) চিড়ে,
(খ) মুড়ি,
(গ) বাতাসা,
(ঘ) ছাতু

১.১৬ এক সময় দাগি ডাকাত ছিল—–

(ক) নিবারণ বাগদি,
(খ) করিম ফরাজি,
(গ) ফজলু শেখ,
(ঘ) নকড়ি নাপিত।

১.১৭ উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল? –

(ক) ভজন চাকর,
(খ) বাসিনী,
(গ) তান্ত্রিক,
(ঘ) ছোটো বউয়ের বাবা।

১.১৮ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে’-

(ক) সংস্কারের অভাবের কথা,
(খ) স্বামীর কথা,
(গ) ফুটপাতের লোকগুলোর কথা,
(ঘ) ছেলেমেয়েদের কথা।

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১২ = ১২

২.১ ‘সাননী ব্যাকরণ’ কাকে বলে?
২.২ “আমি তা পারি না।” বন্ধু কী পারেন না?
২.৩ “সোনার বর্শার মতো জেগে উঠে” হরিণটি কী করতে চেয়েছিল?
২.৪ “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”— কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?
অথবা, “সেকালে ঘন ঘন ‘সাকা’ হত”- “সাকা’ হলে কী করতে হত।
২.৫ “Box office বলেও তো একটা কথা আছে” – বক্তা কখন কথাটি বলেছিলেন?
অথবা, “তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না।”— কীসে ‘বয়েস’ বোঝা যায় না?
২.৬ পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ ‘বচনে’ কী বলা আছে?
২.৭ ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো?
২.৮ সিরাস কী?
২.৯ “চিনিলাম আপনারে” – কবি কীভাবে নিজেকে চিনলেন?
২.১০ “এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে / মাঝে মাঝে শুনি” – বস্তুা কী শোনেন?
২.১১ ‘বিভাব’ নাটকের নামকরণ হয়েছিল কীভাবে?
অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মহম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ?
২.১২ উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়” – কেন?

Spread the love

You cannot copy content of this page