Latest Notes

MCQ Questions And Answers From Karma HS 2023 Questions Paper Higher Secondary 2023 Biology Question Paper pdf Higher Secondary 2023 Chemistry Question Paper pdf Higher Secondary 2023 Education Question Paper pdf Higher Secondary 2023 Economics Question Paper pdf Higher Secondary 2023 Geography Question Paper pdf Higher Secondary 2023 Music Question Paper PDF Higher Secondary 2023 Nutrition Question Paper Higher Secondary 2023 Environmental Studies Question Paper PDF

১। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? (মাধ্যমিক-২০১৮)

(ক) শুকতারা      
(খ) আনন্দমেলা       
(গ) সন্ধ্যাতারা      
(ঘ) দেশ।

উত্তরঃ সন্ধ্যাতারা

২। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (মাধ্যমিক-২০১৯)

(ক) ধ্রুবতারা      
(খ) শুকতারা       
(গ) সন্ধ্যাতারা      
(ঘ) আলোতারা।

উত্তরঃ সন্ধ্যাতারা 

৩। ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো? (মাধ্যমিক-২০২০)

(ক) ছয় বছরের বড়ো      
(খ) বছর তিনেকের বড়ো       
(গ) বছর আষ্টেকের বড়ো      
(ঘ) বছর দশেকের বড়ো।

উত্তরঃ (গ) বছর আষ্টেকের বড়ো    

৪। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের লেখা গল্পটির নাম- (মাধ্যমিক ২০২২)

(ক) ইস্কুলের গল্প   
(খ) একদিন      
(গ) প্রথম দিন
(ঘ) রাজার কথা

উত্তরঃ  (গ) প্রথম দিন।

৫। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?

(ক) মা 
(খ) বড়োমাসি 
(গ) ছোটোমাসি 
(ঘ) বাবা

উত্তরঃ (গ) ছোটোমাসি

৬। কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল?

(ক) দিদি 
(খ) নতুন মেসোমশাই 
(গ) বাবা 
(ঘ) নতুন পিসেমশাই

উত্তরঃ (খ) নতুন মেসোমশাই

৭। নতুন মেসাে মশাই ছিলেন একজন-

(ক) লেখক 
(খ) গায়ক 
(গ) শিক্ষক 
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) লেখক

৮। “ছোটোমাসি সেই দিকেই ধাবিত হয়।” ছোটোমাসি ধাবিত হয়—

(ক) ছোটোমেসোর দিকে 
(খ) রান্নাঘরের দিকে 
(গ) তপনের দিকে 
(ঘ) ছাদের দিকে

 উত্তরঃ (ক) ছোটোমেসোর দিকে।

৯। তপনের কোন্ মেসোমশাই বই লেখেন?

(ক) বড়ো মেসোমশাই 
(খ) ছোটো মেসোমশাই 
(গ) মেজো মেসোমশাই
(ঘ) সেজো মেসোমশাই

উত্তরঃ (খ) ছোটো মেসোমশাই

১০। তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন —

(ক) লেখক      
(খ) সম্পাদক        
(গ) প্রোফেসার      
(ঘ) শিক্ষাবিদ।

উত্তরঃ (গ) প্রোফেসার   

১১। ‘রত্নের মূল্য জহুরির কাছেই’ — এখানে রত্ন ও জহুরী হল —

(ক) গল্প ও ছোটোমেসো       
(খ) তপন ও ছোটোমাসি     
(গ) তপন ও সন্ধ্যাতারার সম্পাদক     

(ঘ) তপন ও মেজ কাকু।

উত্তরঃ (ক) গল্প ও ছোটোমেসো       

১২। ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা’ —বক্তা হলেন —

(ক) তপনের মেজো কাকু     
(খ) তপনের মা       
(গ) তপনের মাসি      
(ঘ) তপনের বাবা।

উত্তরঃ (গ) তপনের মাসি  

১৩। তপনের ছোটোমেসো ‘এদেশের কিছু হবে না’ বলে মন্তব্য করে কী দেখতে চলে যান?

(ক) তাজমহল 
(খ) চিড়িয়াখানা 
(গ) জাদুঘর 
(ঘ) সিনেমা

উত্তরঃ (ঘ) সিনেমা

১৪। তপনের ছোটোমেসো কী উপলক্ষ্যে শ্বশুরবাড়িতে এসেছেন?

(ক) পৈতে 
(খ) বিয়ে 
(গ) অন্নপ্রাশন 
(ঘ) শ্রাদ্ধ

উত্তরঃ (খ) বিয়ে

১৫। তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?

(ক) তপনের মেসোমশাই 
(খ) তপনের ছোটোমাসি 
(গ) তপনের মা 
(ঘ) তপনের বাবা

উত্তরঃ (গ) তপনের মা

১৬। তপন কটা গল্প লিখেছিল?

(ক) একটা 
(খ) দুটো
(গ) চারটে 
(ঘ) তিনটে

উত্তরঃ (খ) দুটো

১৭। ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?

(ক) আর-একটা লেখার কথা 
(খ) আরও দুটো গল্প দেওয়ার কথা
(গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা 
(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা

১৮। ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’ । এখানে ‘ছড়িয়ে পড়া’ কথাটি হলো —

(ক) কারেকশনের কথা    
(খ) গল্প ছাপা হওয়ার কথা    
(গ) তপনের গল্প লেখার কথা    
(ঘ) তখন আরও একটা গল্প লিখেছে তার কথা ।

উত্তরঃ (ক) কারেকশনের কথা    

১৯। তপনের সম্পূর্ণ নাম কি ছিল ?

(ক) তখন কুমার সেন       
(খ) শ্রী তপন কুমার বিশ্বাস     
(গ) তপন কুমার পাল     
(ঘ) শ্রীতপন কুমার রায়।

উত্তরঃ (ঘ) শ্রী তপন কুমার রায়।

২০। ‘এ দেশের কিছু হবে না’— কথাটি কে বলেছিলেন ?

(ক) তপন       
(খ) ছোটোমেসো       
(গ) তপনের বাবা      
(ঘ) তপনের কাকা।

উত্তরঃ (খ) ছোটোমেসো 

২১। তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল?

(ক) ব্যাট ও বল 
(খ) গল্পের বই 
(গ) গানের খাতা 
(ঘ) হোমটাস্কের খাতা

উত্তরঃ (ঘ) হোমটাস্কের খাতা

২২। তপন তার গল্পটা লিখেছিল—

(ক) দুপুরবেলা 
(খ) সন্ধ্যেবেলা 
(গ) বিকেলবেলা 
(ঘ) গভীর রাতে

উত্তরঃ (ক) দুপুরবেলা

২৩। সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ

(ক) তপনের ছেটোমাসির বিয়ে 
(খ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে 
(গ) তপন পরীক্ষায় প্রথম হয়েছে 
(ঘ) সবগুলি সঠিক

উত্তরঃ (খ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে

২৪। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?

(ক) মা 
(খ) বড়োমাসি 
(গ) ছোটোমাসি 
(ঘ) বাবা

উত্তরঃ (গ) ছোটোমাসি

২৫। “ছোটোমাসি সেই দিকেই ধাবিত হয়।”ছোটোমাসি ধাবিত হয়—

(ক) ছোটোমেসোর দিকে 
(খ) রান্নাঘরের দিকে 
(গ) তপনের দিকে 
(ঘ) ছাদের দিকে

উত্তরঃ (ক) ছোটোমেসোর দিকে 

২৬। “তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় ।” —কথাটি কে বলেছেন ?

(ক) তপনের বাবা       
(খ) তপনের মামা      
(গ) তপনের মেজোকাকু     
(ঘ) তপনের ছোটোকাকু

উত্তরঃ (গ) তপনের মেজোকাকু    

২৭।  “সূচিপত্রেও নাম রয়েছে ।” নামটি হল—

(ক) শ্রী তপন কুমার ঘোষ      
(খ) শ্রী তপন কুমার রায়     
(গ) শ্রী তপন কুমার দাস     
(ঘ) শ্রী তপন কুমার পাল ।

উত্তরঃ (খ) শ্রী তপন কুমার রায়     

২৮। তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?

(ক) তপনের মেসোমশাই 
(খ) তপনের ছোটোমাসি 
(গ) তপনের মা 
(ঘ) তপনের বাবা

উত্তরঃ (গ) তপনের মা

২৯। “কই পড় ? লজ্জা কী ? পড়, সবাই শুনি ।” —কথাটি বলেছিলেন—

(ক) বাবা      
(খ) কাকা       
(গ) মা      
(ঘ) ছোটোমাসি।

উত্তরঃ (গ) মা   

৩০। “কীরে তোর্ যে দেখি পায়া ভারী হয়ে গেল ।” —’পায়া ভারী’ কথার অর্থ কী ?

(ক) ভারিক্কি হয়ে যাওয়া    
(খ) পা মোটা হয়ে যাওয়া      
(গ) গম্ভীর হয়ে যাওয়া       
(ঘ) অহংকারী হয়ে যাওয়া।

উত্তরঃ (ঘ) অহংকারী হয়ে যাওয়া।

৩১। “এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে —

(ক) গল্পকার, লেখক     
(খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী     
(গ) কবি ,লেখক      
(ঘ) গল্পকার, কথাশিল্পী ।

উত্তরঃ (খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী   

৩২। ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপন গল্প লিখে প্রথমে জানিয়েছিল —

(ক) ছোটো মামাকে       
(খ) ছোটো মাসিকে      
(গ) বাবাকে    
(ঘ) মাকে

উত্তরঃ (খ) ছোটো মাসিকে  

৩৩। “দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর”, — এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হল—

(ক) শরৎকাল       
(খ) গ্রীষ্মকাল       
(গ) বর্ষাকাল      
(ঘ) বসন্তকাল

উত্তরঃ (খ) গ্রীষ্মকাল 

৩৪। ছোটোমেসো কী নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন ?

(ক) গল্পের বই       
(খ) সন্ধ্যাতারা পত্রিকা        
(গ) নতুন জামা     
(ঘ) ভারতী পত্রিকা।

উত্তরঃ (খ) সন্ধ্যাতারা পত্রিকা।

৩৫। বাড়ির ঠাট্টা-তামাশার আবহাওয়ার মধ্যেই তপন গল্প লিখেছিল—

(ক) একটি       
(খ) দুটি       
(গ) দু-তিনটি       
(ঘ) তিনটে-চারটে।

উত্তরঃ (গ) দু-তিনটি ।

৩৬। তপনের মেসো তপনদের বাড়িতে এসে খেলেন—

(ক) ডিম ভাজা ও চা      
(খ) ডিম ভাজা ও কফি       
(গ) চা       
(ঘ) কফি

উত্তরঃ (ঘ) কফি

৩৭। ছোটোমাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খায়—

(ক) ডিম ভাজা ও চা      
(খ) ডিম ভাজা ও কফি      
(গ) তেলেভাজা ও চা      
(ঘ)  পিৎজা ও কফি

উত্তরঃ (ক) ডিম ভাজা ও চা ।

৩৮। ‘আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ।’ — উক্তিটি –

(ক) তপনের মামার      
(খ) তপনের বাবার        
(গ) তপনের মেজোকাকুর      
(ঘ) তপনের ছোটো কাকুর 

উত্তরঃ (গ) তপনের মেজোকাকুর  

৩৯। ‘তা নইলে ফট করে একটা লিখল, আর ছাপা হল’— বক্তা কে ?

(ক) তপনের মা        
(খ) তপনের বাবা       
(গ) তপনের কাকা       
(ঘ) তপনের মামা 

উত্তরঃ (খ) তপনের বাবা 

৪০। “কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো?” – উক্তিটি কার?

(ক) তপনের মায়ের
(খ) তপনের বাবার
(গ) তপনের ছোটো মাসির
(ঘ) তপনের ছোটো মেসোর।

উত্তরঃ (গ) তপনের ছোটো মাসির

৪১। ‘জিজ্ঞেস করছি বই তো নয় !’ —উক্তিটির বক্তা —

(ক) মেজোকাকু      
(খ) তপনের মা       
(গ) মেজোমামা       
(ঘ) ছোটোমাসি

উত্তরঃ (ঘ) ছোটোমাসি

৪২। তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল— 

(ক) বৈঠকখানায় 
(খ) বিকেলে চায়ের টেবিলে
(গ) রাতে খাবার টেবিলে
(ঘ) দুপুরে খাবার টেবিলে 

উত্তরঃ (খ) বিকেলে চায়ের টেবিলে

৪৩। তপন যে – বিষয়টি নিয়ে গল্প লেখে সেটি হল – 

(ক) খুন – জখম – অ্যাকসিডেন্ট 
(খ) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা 
(গ) ঝড়ের রাতের অভিজ্ঞতা 
(ঘ) রূপকথা 

উত্তরঃ (খ) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা

৪৪। মেসো চলে গেলে তপন বসে বসে দিন গোনে 

(ক) উদ্বিগ্ন হয়ে 
(খ) আতঙ্কিত হয়ে 
(গ) কৃতার্থ হয়ে 
(ঘ) আনন্দিত হয়ে 

উত্তরঃ (গ) কৃতার্থ হয়ে

৪৫। তপনের চিরকালের বন্ধু –

(ক) মা 
(খ) ছোটমাসি 
(গ) বাবা
(ঘ) ছোটমামা

উত্তরঃ (খ) ছোটমাসি

৪৬।  “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের” — কেন ?

(ক) অন্যের গল্প নিজের নামে ছাপা
(খ) নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া
(গ) নিজের গল্প অন্যের কারেকশান করে ছাপা
(ঘ) পরিচিত বলে গল্প ছাপিয়ে দেওয়া

উত্তরঃ (গ) নিজের গল্প অন্যের কারেকশান করে ছাপা।

৪৭। “কিরে তোর তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল?” — কথাটি বলেছেন

(ক) তপনের মা
(খ) তপনের ছোট মাসি
(গ) তপনের বাবা
(ঘ) তপনের মেসো।

উত্তরঃ (ক) তপনের মা

৪৮। “সূচিপত্রে নামও রয়েছে”- নামটি হল

(ক) প্রথম আলো
(খ) অলৌকিক
(গ) সন্ধ্যা তারা
(ঘ) প্রথম দিন

উত্তরঃ প্রথম দিন

৪৯। “এর মধ্যে তপন কোথা?”  কীসের মধ্যে?

(ক) ছাপা গল্পের মধ্যে
(খ) আলোচনার মধ্যে
(গ) পত্রিকার মধ্যে
(ঘ) লেখকের মধ্যে

উত্তরঃ (ক) ছাপা গল্পের মধ্যে

৫০। ‘জ্ঞানচক্ষু’ গল্পে ‘জহুরী’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) নতুন মেসো
(খ) জ্যাঠামশাই
(গ) ছোটমামা
(ঘ) তপন

উত্তরঃ (ক) নতুন মেসো

৫১। তপনের ছোট মেসো যে নিতান্তই সাধারণ মানুষ তা বোঝা যায় —

(ক) সাধারণ পোশাক পরেন
(খ) খেতে বসে অনেককিছু খান
(গ) স্নানের সময় স্নান করেন, ঘুমের সময় ঘুমোন
(ঘ) পড়াশুনা করেন

উত্তরঃ (গ) স্নানের সময় স্নান করেন, ঘুমের সময় ঘুমোন।

৫২। “তপনের হাত আছে।” কথাটির অর্থ হলো –

(ক) হস্তক্ষেপ
(খ) ভাষার দখল
(গ) জবরদস্তি
(ঘ) মারপিট

উত্তরঃ (খ) ভাষার দখল
Spread the love

You cannot copy content of this page