Latest Notes

Short Questions Answers(SAQ) from Jimmy Valentine | Class 11 MCQ from Jimmy Valentine | Class XI MCQ Questions And Answers From Karma HS 2023 Questions Paper Higher Secondary 2023 Biology Question Paper pdf Higher Secondary 2023 Chemistry Question Paper pdf Higher Secondary 2023 Education Question Paper pdf Higher Secondary 2023 Economics Question Paper pdf Higher Secondary 2023 Geography Question Paper pdf Higher Secondary 2023 Music Question Paper PDF

বহুব্রীহি সমাস কাকে বলে?

যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

যেমন: নীল কন্ঠ যার= নীলকন্ঠ (শিব)

✍️বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
✍️ব্রীহি কথাটির অর্থ হল ধান।
✍️বহুব্রীহি সমাসে পূর্বপদ/ পরপদের অর্থ বোঝায় না।

বহুব্রীহি সমাস কত প্রকার ও কি কি?

বহুব্রীহি সমাস সাধারণত ১০ প্রকার।
• ১। সমানাধিকরণ বহুব্রীহি
• ২। ব্যাধিকরণ বহুব্রীহি
• ৩। ব্যতিহার বহুব্রীহি
• ৪। নঞ্ বহুব্রীহি
• ৫। মধ্যপদলোপী বহুব্রীহি
• ৬। প্রত্যয়ান্ত বহুব্রীহি
• ৭। অলুক বহুব্রীহি
• ৮। সংখ্যাবাচক বহুব্রীহি
• ৯। সহার্থক বহুব্রীহি
• ১০। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস

এই ১০ প্রকার বহুব্রীহি সমাস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

১। সমানাধিকরণ বহুব্রীহি

পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য / পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হলে সমানাধিকরণ বহুব্রীহি হয়।

উদাহরণঃ

বিশেষণ+ বিশেষ্য
• গৃহে স্থিতি যার= গার্হস্থ
• নীল কন্ঠ যার = নীলকন্ঠ
বিশেষ্য+ বিশেষণ
• কান কাটা যার= কানকাটা
• ঠোঁট কাটা যার= ঠোঁটকাটা
• পেট মোটা যার= পেটমোটা

২। ব্যাধিকরণ বহুব্রীহি

বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়ে বিশেষ্য হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে।

উদাহরণঃ

• বীণা পাণিতে যার= বীণাপাণি
• কথা সর্বস্ব যার= কথাসর্বস্ব
• দুই কান কাটা যার=দু কানকাটা
• শূল পাণিতে যার = শূলপাণি
• চন্দ্র চূড়ায় যাঁর = চন্দ্রচুড়
• রত্ন গর্ভে যার = রত্নগর্ভা

৩। ব্যতিহার বহুব্রীহি

ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং পরপদে ‘ই’ যুক্ত হয়।

উদাহরণঃ

• হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি
• কানে কানে যে কথা= কানাকানি
• লাঠিতে লাঠিতে যে লড়াই= লাঠালাঠি
• চোখে চোখে যে দেখা = চোখাচোখি 
• গলায় গলায় যে মিল= গলাগলি

৪। নঞ্ বহুব্রীহি

বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ অব্যয় ( না, নেই, নয়, নাই) যোগ করে বহুব্রীহি সমাস করা হলে, তাকে নঞ্ বহুব্রীহি বলে। নঞ্ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।

উদাহরণঃ

• নাই জ্ঞান যার= অজ্ঞান
• নাই তার যার = বেতার
• নেই আদব যার= বেয়াদব
• নেই উপায় যার = নিরুপায়
• নেই অন্ত যার = অনন্ত

৫। মধ্যপদলোপী বহুব্রীহি

বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।

উদাহরণঃ

• জন্মাষ্টমী= জন্ম হয়েছে অষ্টমীর দিনে যার
• চাদের মত সুন্দর মুখ যার= চাঁদমুখ
• চন্দ্র বদন মুখ যার = চন্দ্রবদন
• মৃগের মত নয়ন যার= মৃগনয়না
• গজের মত আনন যার=গজানন

৬। প্রত্যয়ান্ত বহুব্রীহি

যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়।

উদাহরণঃ

• এক দিকে চোখ (দৃষ্টি) যার= একচোখা (চোখ+আ)
• ঘরের দিকে মুখ যার= ঘরমুখো (মুখ+ও)
• তিন (তে) ভাগ যার= তেভাগা (ভাগ+আ)
• দুই দিকে মন যার =দোমনা
• দুই তল আছে যার= দোতলা

৭। অলুক বহুব্রীহি

যে বহুব্রীহি সমাসে পূর্বপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে।

• গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে =গায়েহলুদ
• হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে= হাতেখড়ি
• মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে = মুখেভাত

৮। সংখ্যাবাচক বহুব্রীহি

পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।

উদাহরণঃ
• দশ আনন যার = দশানন(রাবণ)
• দশ ভুজ (হাত) যার = দশভুজা (দূর্গা)
• চার পায়া যার= চারপায়া(টেবিল)
• ত্রি নয়ন যার = ত্রিনয়ন (শিব)
• পঞ্চ আনন যার = পঞ্চানন

৯। সহার্থক বহুব্রীহি সমাস

সহার্থক পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে।

উদাহরণঃ

• বান্ধবের সহিত বর্তমান = সবান্ধব
• স্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক
• পুত্রের সহিত বর্তমান=সপুত্র
• পরিবারের সহিত বর্তমান= সপরিবার
• অর্থের সহিত বর্তমান= সার্থক
• শব্দের সঙ্গে বর্তমান = সশব্দ
• লজ্জার সঙ্গে বর্তমান = সলজ্জ

১০। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস

যে বহুব্রীহি সমাস কোন নিয়মের অধীনে নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলা হয়।

উদাহরণঃ

• দুদিকে অপ যার=দ্বীপ
• অন্তর্গত অপ যার =অন্তরীপ
• নরাকারের পশু যে= নরপশু
• জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত
• পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ

Spread the love

You cannot copy content of this page