Latest Notes

Assertive Sentence Narration Change Worksheet (Direct Speech to Indirect Speech) The Greenhouse Effect – Carl Dennis | Class 12 Sonnet no. 73 That time of year thou mayst in me behold | Class 12 Hawk Roosting – Ted Hughes | Class 12 Down The Rabbit-Hole – Lewis Carrol | Class 12 Tara- Mahesh Dattani | Class 12 Our Casuarina Tree – Toru Dutt | Class 12 From A Room of One’s Own [SHAKESPEARE’S SISTER] – Virginia Woolf | Class 12 The Night Train at Deoli – Ruskin Bond (বঙ্গানুবাদ) | Class 12 Amarnath-Sister Nivedita MCQs and Answers | Class 11

অসুখী একজন (কবিতা) – পাবলো নেরুদা | তরজমা – নবারুণ ভট্টাচার্য

আমি তাকে ছেড়ে দিলাম

অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়

আমি চলে গেলাম দূর… দূরে।

সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।

একটা কুকুর চলে গেল,হেঁটে গেল গির্জার এক নান

একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।

বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ

ঘাস জন্মালো রাস্তায়

আট একটার পর একটা, পাথরের মতো

পর পর পাথরের মতো, বছরগুলো

নেমে এল তার মাথার ওপর।

তারপর যুদ্ধ এল

রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো।

শিশু আর বাড়িরা খুন হলো।

সেই মেয়েটির মৃত্যু হলো না।

সমস্ত সমতলে ধরে গেল আগুন

শান্ত হলুদ দেবতারা

যারা হাজার বছর ধরে

ডুবে ছিল ধ্যানে

উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে

তারা আর স্বপ্ন দেখতে পারল না।

সেই মিষ্টি বাড়ি,সেই বারান্দা 

যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, 

গোলাপি গাছ,ছড়ানো করতলের মতো পাতা

চিমনি,প্রাচীন জলতরঙ্গ 

সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।

যেখানে ছিল শহর

সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা

দোমড়ানো লোহা,মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা

রক্তের একটা কালো দাগ।

আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।

অসুখী একজন কবিতার বহু বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ Answers)

১। “নেমে এল তার মাথার উপর” – মাথার উপর থেকে নেমে এসেছিল –

(ক) প্রখর রৌদ্রতাপ
(খ) পাথরের মতো বছরগুলো
(গ) প্রবল রক্তক্ষয়ী যুদ্ধ
(ঘ) ভীষণ ব্জ্রপাত

উত্তরঃ (খ) পাথরের মতো বছরগুলো

২। “তারপর যুদ্ধ এলো”-  এর অর্থ –

(ক) যুদ্ধ শেষ হল
(খ) যুদ্ধ হবে এমন
(গ) যুদ্ধ শুরু হল
(ঘ) যুদ্ধ মধ্য অবস্থায়

উত্তরঃ (খ) যুদ্ধ হবে এমন

৩। ” নেমে এল মাথার উপর” –

(ক) মেঘ
(খ) মাস
(গ) দিন
(ঘ) বছর

উত্তরঃ (ঘ) বছর

৪। পাবলো নেরুদা কোন দেশের কবি?

(ক) আমেরিকা
(খ) পেরু
(গ) জার্মানি
(ঘ) চিলি

উত্তরঃ (ঘ) চিলি

৫। ‘অসুখী একজন’ কবিতায় দেবতাদের চেহারা ছিল –

(ক) লাল নীল
(খ) শান্ত হলুদ
(গ) ধীর হলুদ
(ঘ) অশান্ত নীল

উত্তরঃ (খ) শান্ত হলুদ

৬। শান্ত হলুদ দেবতারা /যারা –

(ক) শত বছর ঘুমিয়ে ছিল
(খ) হাজার বছর জেগেছিল
(গ) লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল
(ঘ) হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে

উত্তরঃ (ঘ) হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে

৭। অসুখী একজন কবিতাটি তরজমা/অনুবাদ করেছেন –

(ক) উৎপল কুমার বসু
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) বিষ্ণু দে
(ঘ) নবারুণ ভট্টাচার্য

উত্তরঃ (ঘ) নবারুণ ভট্টাচার্য

৮। ‘তারপর যুদ্ধ এলো’ –

(ক) পাহাড়ের আগুনের মতো
(খ) রক্তের সমুদ্রের মতো
(গ) আগ্নেয় পাহাড়ের মতো
(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

উত্তরঃ (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

৯। “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে” – এখানে ‘সব’ বলতে কবি বুঝিয়েছেন –

(ক) জলতরঙ্গ, গিটার
(খ) জলতরঙ্গ, বেহালা
(গ) চিমনি, বেহালা
(ঘ) চিমনি, জলতরঙ্গ

উত্তরঃ (ঘ) চিমনি, জলতরঙ্গ

১০। ‘ধরে গেল আগুন’ – কোথায়?

(ক) ঘন অরণ্যে
(খ) জন বসতিতে
(গ) ফসলের ক্ষেতে
(ঘ) সমস্ত সমতলে

উত্তরঃ (ঘ) সমস্ত সমতলে

১১। ‘অসুখী একজন’ কবিতায় কীসে সমস্ত সমতল ধ্বংস হল?

(ক) ভূমিকম্পে
(খ) ধ্বস 
(গ) আগুনে
(ঘ) বন্যায়

উত্তরঃ (গ) আগুনে

১২। “তারা স্বপ্ন দেখতে পারলো না।” – কারা স্বপ্ন দেখতে পারলো না?

(ক) দেবতারা
(খ) রাষ্ট্রনায়করা
(গ) মানুষেরা
(ঘ) সৈনিকরা

উত্তরঃ (ক) দেবতারা

১৩। “রক্তের একটা কালো দাগ” – পঙক্তিটি যে কবিতার –

(ক) আফ্রিকা
(খ) অসুখী একজন
(গ) অভিষেক
(ঘ) প্রলয়োল্লাস

উত্তরঃ (খ) অসুখী একজন

১৪। দেবতারা আর পারলেন না –

(ক) ঘুমিয়ে থাকতে
(খ) ধ্যান করতে
(গ) স্বপ্ন দেখতে
(ঘ) নৃত্য করতে

উত্তরঃ (গ) স্বপ্ন দেখতে

১৫। বৃষ্টি ধুয়ে দিয়েছিল –

(ক) রাস্তার ধুলো
(খ) রক্তের দাগ
(গ) বক্তার পদচিহ্ন
(ঘ) কাঠ-কয়লার দাগ

উত্তরঃ (গ) বক্তার পদচিহ্ন

১৬। “যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল ____”

(ক) পায়ের দাগ
(খ) কাঠকয়লা
(গ) শুধুই মাটি
(ঘ) প্রাচীন জলতরঙ্গ

উত্তরঃ খ) কাঠকয়লা।

১৭। বক্তা বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ/বছর কাটার কথা বলা হয়েছে ?

(ক) একটি
(খ) দুইটি
(গ) দশটি
(ঘ) হাজার হাজার

উত্তরঃ (ক) একটি

১৮। “সে জানতাে না”—সে কী জানতাে না ?

(ক) বক্তা তাকে ছেড়ে দূরে চলে যাবে 
(খ) বক্তা আর কখনও ফিরে আসবে না
(গ) তার পায়ের দাগ মুছে যাবে
(ঘ) তার মৃত্যু কোনোদিন হবে না

উত্তরঃ (খ) বক্তা আর কখনও ফিরে আসবে না

১৯।  অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলাে, নেমে এসেছিল—

(ক) কালো মেঘের মতাে
(খ) রক্তের আগ্নেয় পাহাড়ের মতাে
(গ) দাবানলের মতো
(ঘ) পর পর পাথরের মতাে

উত্তরঃ (ঘ) পর পর পাথরের মতাে

২০।  মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল ?

(ক) ছাদে
(খ) উঠোনে
(গ) বারান্দায়
(ঘ) ভিতর ঘরে

উত্তরঃ (গ) বারান্দায়

২১। ‘অসুখী একজন’ কবিতায় মৃত্যু হয়নি

(ক) বক্তার
(খ) মেয়েটির
(গ) শিশুটির
(ঘ) দেবতাদের

উত্তরঃ (খ) মেয়েটির

২২। ‘অসুখী একজন’ কবিতায় যে কালাে দাগটির কথা বলা হয়েছে, তা হলাে—

(ক) যন্ত্রণার 
(খ) বেদনার 
(গ) রক্তের 
(ঘ) মেঘের

উত্তরঃ (গ) রক্তের 

২৩। ‘অসুখী একজন’ কবিতায় উল্লেখিত বীভৎস মাথা ছিল—

(ক) মৃত শিশুর
(খ) মৃত মেয়েটির
(গ) অজ্ঞাত এক ব্যক্তির
(ঘ) মৃত পাথরের মূর্তির

উত্তরঃ (ঘ) মৃত পাথরের মূর্তির

২৪। “ তারপর যুদ্ধ এল ” –এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি ? 

(ক) প্রথম বিশ্বযুদ্ধ
(খ) ভারত – চিন যুদ্ধ 
(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(ঘ) স্পেনের গৃহযুদ্ধ

উত্তরঃ (ঘ) স্পেনের গৃহযুদ্ধ

২৫।  “ অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে ” – কোথায় দাঁড় করিয়ে রাখে ? 

(ক) দরজায় 
(খ) রাস্তায় 
(গ) বাড়িতে 
(ঘ) লাইব্রেরিতে

উত্তরঃ (ক) দরজায় 

আরও পড়ুন 👇

অসুখী একজন কবিতার SAQ👇

Spread the love

You cannot copy content of this page