Latest Notes

MCQ Questions And Answers From Karma HS 2023 Questions Paper Higher Secondary 2023 Biology Question Paper pdf Higher Secondary 2023 Chemistry Question Paper pdf Higher Secondary 2023 Education Question Paper pdf Higher Secondary 2023 Economics Question Paper pdf Higher Secondary 2023 Geography Question Paper pdf Higher Secondary 2023 Music Question Paper PDF Higher Secondary 2023 Nutrition Question Paper Higher Secondary 2023 Environmental Studies Question Paper PDF

সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

১। উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন

(ক) রামমোহন রায়
(খ) অনিল শীল
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) স্বামীজি

উত্তরঃ (খ) অনিল শীল

২। কোন উপন্যাসে বন্দেমাতরম সঙ্গীতটি দেখা যায়?

(ক) দেবী চৌধুরানী
(খ) গোরা
(গ) আনন্দমঠ
(ঘ) নীলদর্পণ

উত্তরঃ (গ) আনন্দমঠ

৩। আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক কাকে বলে?

(ক) বিদ্যাসাগর
(খ) রামমোহন
(গ) উপেন্দ্রকিশোর
(ঘ) মধুসূদন

উত্তরঃ (ক) বিদ্যাসাগর

৪। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন

(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাথ সাহা
(গ) সি ভি রমন
(ঘ) এস কে মিত্র

উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু

৫। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়

(ক) ১৯০৫
(খ) ১৯০৬
(গ) ১৯০৭
(ঘ) ১০৯৮

উত্তরঃ (খ) ১৯০৬

৬। ‘বিদ্যা বনিক’ বলা হয়

(ক) রামমোহন
(খ) বিদ্যাসাগর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে

উত্তরঃ (খ) বিদ্যাসাগর

৭। ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিলেন

(ক) রনজিত সুর
(খ) রনজিত গুহ
(গ) অশোক মিত্র
(ঘ) সুমিত সরকার

উত্তরঃ (খ) রনজিত গুহ

৮। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন

(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ওলন্দাজরা
(ঘ) পর্তুগিজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

৯। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন

(ক) ক্রীড়া জগতের সঙ্গে
(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(গ) চলচ্চিত্রের সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে

উত্তরঃ (গ) চলচ্চিত্রের সঙ্গে

১০। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়

(ক) রানাঘাট থেকে
(খ) কুষ্টিয়া থেকে
(গ) যশোর থেকে
(ঘ) বারাসাত থেকে

উত্তরঃ (খ) কুষ্টিয়া থেকে

১১। সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয়

(ক) ১৭১৩
(খ) ১৮১৩
(গ) ১৯১৩
(ঘ) ১৮২৩

উত্তরঃ (ঘ) ১৮২৩

১২। উলগুলান নামে পরিচিত ছিল

(ক) মুন্ডা বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) নীল বিদ্রোহ

উত্তরঃ (ক) মুন্ডা বিদ্রোহ

১৩। অরন্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয়

(ক) ১৮৬০
(খ) ১৮৬৫
(গ) ১৮৬৮
(ঘ) ১৮৭২

উত্তরঃ (খ) ১৮৬৫

১৪। চিরাগ আলী ছিলেন

(ক) মুন্ডা বিদ্রোহের নেতা
(খ) কোল বিদ্রোহের নেতা
(গ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(ঘ) সন্ন্যাসী -ফকির বিদ্রোহের নেতা

উত্তরঃ (ঘ) সন্ন্যাসী -ফকির বিদ্রোহের নেতা

১৫। ভারতে প্রথম নীলকর হলেন

(ক) জেমস মিল
(খ) মেকলে
(গ) লুইবোনার্ড
(ঘ) বেন্টিঙ্ক

উত্তরঃ (গ) লুই বোনার্ড

১৬। আনন্দমঠ প্রকাশিত হয়

(ক) ১৮২০
(খ) ১৮৭৮
(গ) ১৮৮২
(ঘ) ১৯০৫

উত্তরঃ (খ) ১৮৭৮

১৭। লর্ড ইলবার্ট ছিলেন

(ক) সুপ্রিম কোর্টের বিচারক
(খ) শিক্ষা দপ্তরের কর্মকর্তা
(গ) হিন্দু কলেজের অধ্যক্ষ
(ঘ) লর্ড রিপন এর আইন সচিব

উত্তরঃ (ঘ) লর্ড রিপন এর আইন সচিব

১৮। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হলেন

(ক) নীলরতন সরকার
(খ) মনীন্দ্র চন্দ্র নস্কর
(গ) প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) রাসবিহারী ঘোষ

উত্তরঃ (গ) প্রফুল্ল চন্দ্র রায়

১৯। রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯১৪
(খ) ১৯২৩
(গ) ১৯৩৫
(ঘ) ১৯৪০

উত্তরঃ (ক) ১৯১৪

২০। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হলেন

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

২১। জহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে কখনো চিঠি লিখেছিলেন

(ক) তিরিশটি
(খ) দশটি
(গ) পঞ্চাশটি
(ঘ) সাতটি

উত্তরঃ (ক) তিরিশটি

২২। মানুষ তৈরীর ধর্ম এর প্রবর্তক

(ক) স্বামী বিবেকানন্দ
(খ) রামকৃষ্ণ পরমহংস
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ভগিনী নিবেদিতা

উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ

২৩। ওয়াহাবি কথার অর্থ হল

(ক) বিদ্রোহ
(খ) বিপ্লব
(গ) পুনর্জন্ম
(ঘ) নবজাগরণ

উত্তরঃ (ঘ) নবজাগরণ

২৪। বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন

(ক) রাম রতন মল্লিক
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) বিষ্ণুচরন বিশ্বাস
(ঘ) ঈশান চন্দ্র রায়

উত্তরঃ (ক) রাম রতন মল্লিক

২৫। হিন্দুমেলার উদ্যোক্তা ছিলেন

(ক) নবসুন্দর মিত্র
(খ) নবগোপাল মিত্র
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) নন্দলাল বসু

উত্তরঃ (খ) নবগোপাল মিত্র

২৬। জমিদার সভার সভাপতি ছিলেন

(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) বিবেকানন্দ

উত্তরঃ (ক) রাধাকান্ত দেব

২৭। গোরা উপন্যাস টির রচয়িতা ছিলেন

(ক) বিপিনচন্দ্র পাল
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) দীনবন্ধু মিত্র

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

২৮। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন

(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) তারকনাথ পালিত
(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (গ) তারকনাথ পালিত

২৯। বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়

(ক) চার্লস উইলকিনসকে
(খ) গুটেনবার্গকে
(গ) উইলিয়াম কেরিকে
(ঘ) বিদ্যাসাগরকে

উত্তরঃ (ক) চার্লস উইলকিনসকে

৩০। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে উদ্ভিদের বৃদ্ধির হার মেপে দেখান

(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) চন্দ্রশেখর ভেঙ্কট রামন
(ঘ) মধুসূদন গুপ্ত

উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু

৩১। আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক হলেন

(ক) মহেন্দ্রলাল সরকার
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) তারকনাথ পালিত

উত্তরঃ (গ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

Spread the love

You cannot copy content of this page